প্রথম শ্রেণীর মঞ্চ অথবা ঘরোয়া ক্রিকেটের মঞ্চে সুযোগ পাবার জন্য একজন উঠতি ক্রিকেটারকে কঠোর অনুশীলন এবং অনেক নিয়মকানুন মেনে চলতে হয় বলেই আমরা সকলে জানি। ঘরোয়া ক্রিকেট এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো পারফর্মেন্স করতে পারলেই তবেই একজন তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জায়গা করে নিতে সক্ষম হয়।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
আধুনিক ক্রিকেট বিশ্বে আমরা এমন বহু প্রতিভাবান ক্রিকেটারদের দেখে চলেছি যারা বিভিন্ন্য লীগ টুর্নামেন্টে অসাধারণ পারফর্মেন্স করার সুবাদে খুব অল্প সময়ের মধ্যেই নিজেদের দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিয়েছেন। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে ম্যাচ খেলার ধকল অধিকাংশ ক্রিকেটার নিতে না পেরে চোট আঘাতে খুব অল্প সময়ের মধ্যেই দল থেকে বাদ পরে যান এবং পরবর্তীতে তাদের দলে ফেরা নিয়ে যথেষ্ট সংশয়ের সৃষ্টি হয় বলেই মনে করা হয়ে থাকে।
ভারতীয় ক্রিকেট দল বর্তমান ক্রিকেট বিশ্বে সেরা দলগুলির মধ্যে প্রথম সারির একটি শক্তিশালী দল হিসাবে পরিচিত। এই দলে যেমন রেকর্ড সৃষ্টি করা তারকা ক্রিকেটার বিদ্যমান রয়েছেন ঠিক অপরদিকে এমন কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার আছেন যারা যেকোনো ম্যাচের মোড় অনায়াসে ঘুরিয়ে দেবার ক্ষমতা রাখেন। কিন্তু আমরা এখানে এমন ৫জন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আলোচনা করো যারা একসময় দলের সম্পদ থেকেও পরবর্তীতে তাদের চোট এবং খারাপ পারফর্মেন্স তাদের দল থেকে বাদ পড়ার মূল কারণ হিসাবে মানা হয়ে থাকে। এই সমস্ত ক্রিকেটারের কাছে এখন অবসর গ্রহণ ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই বলেই মনে করা যাচ্ছে।
দীনেশ কার্তিক:

তালিকায় সর্বপ্রথম নামটি হলো দীনেশ কার্তিকের (Dinesh Karthik)। ডানহাতি এই অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যান ভারতীয় দলের হয়ে একসময় ৩টি ফরম্যাটেই সমানভাবে অংশগ্রহন করেছিলেন এবং ভারতীয় দলকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রফি জিততে সাহায্য করেছিলেন। তার কেরিয়ারের মাঝামাঝি পর্যায়ে তিনি খারাপ পারফর্মেন্সের জন্য দল থেকে পুরোপুরি বাদ পরে যান। কিন্তু আইপিএল এর মঞ্চে ফিনিশিং পারফর্মেন্স দেখিয়ে রূপকথার গল্পের মতো পুনরায় ভারতীয় দলে জায়গা করে নেন।
একজন ফিনিশার তথা উইকেটকিপার হিসাবে। কিন্তু বেশ কয়েকটি সিরিজে সুযোগ পাবার পরে পুনরায় তিনি বর্তমানে পাকাপাকি ভাবে দলের বাইরে। তার পরিবর্তে বেশ কয়েকজন তরুণ উইকেটকিপার দলে জায়গা করে নিয়েছে এবং ফিনিশারের ভূমিকা পালন করার জন্য অনেক ক্রিকেটার উপস্থিত রয়েছেন। তাই এটাই মনে করা যাচ্ছে বর্তমানে তিনি হয়তো নিশ্চিত ভাবে নিজের ক্রিকেট কেরিয়ারকে পুরোপুরি ভাবে খুব শীঘ্রই বিদায় জানাতে চলেছেন।
শিখর ধাওয়ান:

তালিকায় দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। বাঁহাতি এই তারকা ব্যাটসম্যানকে বড়ো মঞ্চে অসাধারণ পারফর্মেন্সের জন্য বিশ্ব ক্রিকেটে “Mr ICC” নাম ডাকা হয়ে থাকে। ওপেনার এই ব্যাটসম্যান ভারতীয় দলের হয়ে বিশ্বকাপের মতো বড়ো মঞ্চে বহুবার অসাধারণ পারফর্মেন্স করে দেখিয়েছিলেন।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
পরবর্তীতে তিনি চোটের কারণে ছিটকে যান এবং তার পরেও তার পারফর্মেন্স আশানরুপ না হবার কারণে তিনি জায়গা করে উঠতে পারেননি। তার পরিবর্তে তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান শুভমান গিল দলে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন এমনটাই বলা যেতে পারে এমনকি আসন্ন বিশ্বকাপের মঞ্চেও শিখর ধাওয়ানকে দলে রাখা হয়নি বলেই আমরা সকলে জানি। তাই এটাই মনে করা যাচ্ছে তার সামনে এবার অবসর ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই।
রবিচন্দ্রন আশ্বিন:

তালিকায় তৃতীয় এবং চমকপ্রদ নামটি হলো রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin)। ডানহাতি এই তারকা অফ স্পিনার ভারতীয় দলের হয়ে বেশ কয়েকটি আইসিসি প্রতিযোগিতাতে শুধু বল হাতে নয় নিচের সারিতে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি দলের হয়ে টেস্ট ফরম্যাটে নির্ভরযোগ্য এবং গুরুত্বপূর্ণ ক্রিকেটার হলেও বাকি দুই ফরম্যাটে পুরোপুরি ব্রাত্য হয়ে রয়েছেন। তাই এটা মনে করা যাচ্ছে তিনি হয়তো আর খুব অল্প টেস্ট ম্যাচ খেলে নিজের ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানিয়ে দিতে চলেছেন।
হার্শাল প্যাটেল:

তালিকায় চতুর্থ নামটি হলো হার্শাল প্যাটেলের (Harshal Patel)। তরুণ এই প্রতিভাবান ক্রিকেটার এর উত্থান আইপিএল এর মঞ্চ থেকে যেখানে তিনি একজন সফল ডানহাতি ফাস্ট বোলারের পাশাপাশি ব্যাট হাতেও বেশ কিছু ঝোড়ো ইনিংস উপহার দিয়েছিলেন। ডেথ ওভার স্পেশালিস্ট হিসাবে তিনি ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করলেও সেই ভাবে নজর কাড়তে ব্যর্থ হয়েছেন এবং দল থেকে বাদ পড়েছেন।
বর্তমানে বুমরাহ পুনরায় চোট সারিয়ে মাঠে ফিরে এসেছেন এবং অনেক তরুণ ক্রিকেটার দলে সুযোগ পাবার জন্য অপেক্ষায় রয়েছেন। তাই মনে করা যাচ্ছে তার ক্রিকেট কেরিয়ার হয়তো শেষের মুখে।
ভুবনেশ্বর কুমার:

তালিকায় সর্বশেষ নামটি হলো অভিজ্ঞ ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমারের (Bhuvaneshwar Kumar)। ডানহাতি এই ফাস্ট বোলার বিশ্ব ক্রিকেটে সুইং বোলার বোলার হিসাবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন এবং তিনি একদিবসীয় কেরিয়ারে আন্তর্জাতিক অভিষেক ম্যাচে প্রথম বলেই আউট করে রেকর্ড বইতে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি দীর্ঘ্য সময় চোটের কারণে মাঠের বাইরে থাকার পরেও তার খারাপ পারফর্মেন্সের জন্য দলে ফেরত পাবার সুযোগ পাননি।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur
বর্তমানে ভারতীয় দলে যেমন শামি বুমরার মতো অভিজ্ঞ ফাস্ট বোলার রয়েছে ঠিক তেমনি সিরাজের মতো তরুণ ক্রিকেটাররাও ক্রমাগত ভালো পারফর্মেন্স করে চলেছেন। তাই মনে যাচ্ছে ভুবনেশ্বর কুমারের ক্রিকেট কেরিয়ারে ইতি পড়তে চলেছে খুব শীঘ্রই।