একজন পেশাদার ক্রিকেটার হয়ে উঠতে গেলে যেকোনো তরুণকে কঠোর অনুশীলন এবং নিয়মকানুন মেনে চলতে হয়। ক্রিকেট ইতিহাসে আমরা এমন ক্রিকেটারদের দেখেছি যারা নিজেদের প্রতিভার জোরে ক্রিকেট জগতে এলেও খুব অল্প সময়ের মধ্যেই তাদের নিজেদের ক্রিকেট কেরিয়ার শেষ করে ফেলেছেন। প্রতিটা তরুণ ক্রিকেটার তাই সর্বদাই প্রচেষ্টা তারা যেন নিজেদের ক্রিকেটীয় প্রতিভার পাশাপাশি শারীরিক দিক থেকেও যেন ভীষণ রকম ফিট থাকতে পারেন যাতে করে তারা ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও অনেকদিন খেলা চালিয়ে যেতে পারেন।
একজন তরুণ ক্রিকেটারকে আন্তর্জাতিক মঞ্চে পদার্পন করার জন্য যেমন তার পারফর্মেন্সের বিচার করে ঠিক তার পাশাপাশি সেই দেশের নির্বাচকমণ্ডলীর ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা বহুবার দেখেছি যেখানে একজন প্রতিভাবান ক্রিকেটার অল্প সংখক প্রথম শ্রেণীর ম্যাচ খেলেই নির্বাচকমণ্ডলীর চোখে পরে আন্তর্জাতিক মঞ্চে পদার্পন করেছিলেন এবং এই রকম ঘটনাও দেখা গেছে যেখানে এখানে প্রতিভাবান ক্রিকেটার ভালো পারফর্মেন্স করা সত্ত্বেও নির্বাচকদের জন্য আন্তর্জাতিক মঞ্চে পদার্পন করতে পারেননি।
গৌতম গম্ভীর (Gautam Gambhir), বিশ্ব ক্রিকেটের পাশাপাশি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একজন তারকা ক্রিকেটার হিসাবে পরিচিত হয়ে রয়েছেন। ২০১১ সালের একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে তার অনবদ্য লড়াকু ইনিংস আজও ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে রয়েছে বলেই মনে করা যেতে পারে। এছাড়াও বাঁহাতি এই ওপেনার ব্যাটসম্যান হলেন হলেন একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি পরস্পর টেস্ট ম্যাচে শতরান করে ক্রিকেটের রেকর্ড বইতে জায়গা করে নিয়েছেন।
গম্ভীর একজন সফল ব্যাটসম্যানের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে এবং আইপিএল এর মঞ্চেও অধিনায়কত্ব করে সকলের মন জয় করে নিয়েছিলেন। বর্তমানে তিনি একজন ধারাভাষ্যকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেছেন। বর্তমানে এটাই খবর পাওয়া গেছে তিনি হয়তো খুব শীঘ্রই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচকমন্ডলীদের প্রধান হতে চলেছেন। তাই আমরা এখানে এমন ৫জন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যারা গম্ভীর এর জামানায় পুনরায় দলে সুযোগ পেতে পারেন।
কুনাল পান্ডিয়া:
এই তালিকায় সর্বপ্রথম নামটি হলো তরুণ ভারতীয় অলরাউন্ডার কুনাল পান্ডিয়ার (Krunal Pandya)। বাঁহাতি এই অলরাউন্ডার দেহসের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করলেও সেই ভাবে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেননা এমনটা বলা যেতেই পারে। এছাড়াও এই বছর আইপিএল এর মঞ্চে তিনি অসাধারণ অলরাউন্ড পারফর্মেন্স করে দেখিয়েছেন সে কথা আমরা সকলেই জানি। তাই এটাই মনে করা যাচ্ছে গম্ভীর মির্বাচকমন্ডলী তে এলে কুনাল পান্ডিয়া পুনরায় জাতীয় দলে নিজের জায়গা ফিরে পেতে পারেন।
নীতিশ রানা:
তালিকায় দ্বিতীয় নামটি হলো আর এক তরুণ ক্রিকেটার নীতিশ রানার (Nitish Rana)। বাঁহাতি এই ওপেনার ব্যাটসম্যান দলের প্রয়োজনে যেমন ওপেনিং পসিশনে ব্যাট করতে সক্ষম ঠিক তেমনি নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবেও তার যথেষ্ট সুনাম রয়েছে। এছাড়াও তিনি একজন নির্ভরযোগ্য অফ স্পিন বোলার হিসাবেও নিজের ক্রিকেট কেরিয়ারে খ্যাতি অর্জন করেছেন। ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে পদার্পন করলেও তাকে যে বেশি ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়নি এমনটাই বলা যেতে পারে। তাই গম্ভীর নির্বাচকমণ্ডলীতে এলে নীতিশ রানা পুনরায় আরো বেশি করে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন এমনটাই মনে করা যাচ্ছে।
যশ ঠাকুর:

তালিকায় তৃতীয় নামটি হলো তরুণ ফাস্ট বোলার হলেন যশ ঠাকুর (Yash Thakur)। ডানহাতি এই ফাস্ট বোলার ভারতীয় ঘরোয়া ক্রিকেটে বিদর্ভের হয়ে খেলে থাকেন এবং আইপিএল এর মঞ্চে তিনি LSG র হয়ে অভিষেক করেছেন। এই বছর আইপিএল এর মঞ্চে তিনি ৯টি ম্যাচ খেলে ১৩টি উইকেট সংগ্রহ করেছেন। তাই প্রতিভাবান এই ক্রিকেটারকে আন্তর্জাতিক মঞ্চে সুযোগ দেবার জন্য যে গম্ভীর চেষ্টা করবেন সে কথা বলাই বাহুল্য।
অভিমুন্য ঈশ্বরণ:
তালিকায় চতুর্থ নামটি হলো তরুণ প্রতিভাবান ক্রিকেটার অভিমুন্য ঈশ্বরণের (Abhimanyu Easwaran)। ডানহাতি এই ব্যাটসম্যান প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলা দলের হয়ে খেলে থাকেন এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি একের পর এক সব অসাধারণ পারফর্মেন্স দেখিয়ে চলেছেন। তিনি একজন সফল ওপেনিং ব্যাটসম্যানের পাশাপাশি ডানহাতি লেগ স্পিন বোলার হিসাবেও নাম উজ্জ্বল করেছেন। ২৭বছর বয়সী প্রতিভাবান এই ক্রিকেটার এখনো অব্ধি ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করার সুযোগ পাননি। তাই মনে করা যাচ্ছে গম্ভীরের জামানায় তিনি হয়তো আন্তর্জাতিক মঞ্চে পদার্পন করতে পারেন।
রবি বিষ্ণই:
তালিকায় সর্বশেষ নামটি হলো প্রতিভাবান লেগ স্পিনার রবি বিষ্ণই (Ravi Bishnoi) এর। ডানহাতি এই লেগ পিন্নার আইপিএল এর মঞ্চে অসাধারণ পারফর্মেন্স দেখিয়ে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যেই অভিষেক করে ফেলেছেন কিন্তু তাকে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়নি এমনটা বলা যেতেই পারে। এছাড়াও এই বছর আইপিএল এর মঞ্চে তিনি যে ভাবে বোলিং প্রদর্শন করে দেখিয়েছেন তাতে করে এটা বলা যেতেই পারে তিনি নিঃসন্দেহে ভারতীয় দলে জায়গা করে নিতে পারেন। তাই গম্ভীর নির্বাচকমণ্ডলীর প্রধান হলে তরুণ এই ক্রিকেটার অবশ্যই পুনরায় দলে নিজের জায়গা পাকা করে নিতে পারেন।