Use your ← → (arrow) keys to browse
বিশেষ প্রতিবেদন: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্যতম ‘হট ফেভারিট’ নাম হয়ে উঠেছেন কেএল রাহুল। সদ্য শেষ হওয়া ভারত বনাম ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে ঝলসে ওঠে তাঁর ব্যাট। চেন্নাইয়ে তাঁর করা ১৯৯ রানের অসাধারণ ইনিংস এখন সব আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেশের হয়ে ১২টি টেস্ট ম্যাচ খেলে রাহুল করে ফেলেছেন ৭৯৫ রান। এর মধ্যে সেঞ্চুরি রয়েছে চারটি। ওয়ানডে ও টি-২০’র আঙিনাতেও ম্যাঙ্গালোরের এই ব্যাটসম্যানটি একটি করে শতরান করে ফেলেছেন। এই মুহূর্তে রাহুল হয়ে উঠেছেন ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এবার দেখে নেওয়া যাক তাঁর জন্য কোন পাঁচ ব্যাটসম্যানের ভারতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেল:
Use your ← → (arrow) keys to browse