IPL 2023: আইপিএলের ইতিহাসে ৫টি সর্বোচ্চ ইনিংস, যা আজও সকলের মনে গেঁথে আছে !! 1

IPL 2023: আইপিএল হলো এমন একটি মঞ্চ যেখানে সেলিব্রিটি থেকে শুরু আপামর ক্রিকেট প্রেমীরা তাদের পছন্দের দল এবং পছন্দের ক্রিকেটারকে দেখার জন্য উৎসুক হয়ে অপেক্ষা করে থাকে। জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নেতৃত্বাধীন হলেও বিশ্ব ক্রিকেটে এর চাহিদা ক্রমশ বেড়েই চলেছে সে কথা বলার অবকাশ রাখে না। বর্তমানে প্রায় প্রতিটা দেশ থেকেই তরুণ ক্রিকেটাররা এই প্রতিযোগিতার প্রতি আগ্রহ প্রকাশ করেই চলেছে এবং তারা এই মঞ্চে পদার্পন করার জন্য বিভিন্ন্য ভাবে প্রচেষ্টা করে চলেছে।

আধুনিক ক্রিকেটে বিশ্বে এমন বহু ক্রিকেটার আছেন যারা আইপিএল এর মঞ্চ থেকেই নিজেদের পরিচয় বানিয়ে নিজেদের দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে পদার্পন করেছেন এবং তাদের প্রতিভার প্রকাশ করে দর্শকদের যথেষ্ট আনন্দ দিয়ে চলেছে বলেই আমরা জানি। আইপিএল এর চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাবার কারণে আইপিএল নির্বাচন কমিটি গত বছর মেগা নিলামের আগেই ২টি নতুন দলের সংযোজন করেছে এবং আশা করা যাচ্ছে ভবিষ্যতে আরো দল বাড়তে চলেছে আইপিএল এর মঞ্চে।

আধুনিক বিশ্ব ক্রিকেটে t20 ফরম্যাট হলো সব থেকে ছোট এবং জনপ্রিয় ফরম্যাট যে ফরম্যাটে একজন ব্যাটসম্যান প্রায় সব ক্ষেত্রেই একজন বোলারের কাছে বিভীষিকার মতো হয়ে থাকেন কারণ এই ফরম্যাটে একজন ব্যাটসম্যানকে প্রথম থেকেই দলের প্রয়োজনে বড়ো রান করার লক্ষ্য মাথায় নিয়ে নামতে হয়। আইপিএল এর মঞ্চ যে এর ব্যতিক্রম নয় এমনটা নিঃসন্দেহে বলা যেতে পারে। আইপিএল এর ইতিহাসে আমরা এমন বহু ম্যাচ দেখেছি যেখানে একটি দল খুব অল্প রানে অল আউট হয়ে গিয়েছে এবং আবারো এটাও দেখা গেছে যেখানে একটি দল অসাধারণ ব্যাটিং করে বিশাল রানের টার্গেট ওপর দলের মাথায় চাপিয়ে দিয়েছে। আমরা এখানে এমন ৫টি আইপিএল ইনিংস নিয়ে আলোচনা করবো যেখানে একটি দল অনেক বড়ো রানের টার্গেট তৈরি করে ওপর দলকে অনায়াসে হারাতে সক্ষম হয়েছিল এবং যেগুলি আইপিএল এর ইতিহাসে রেকর্ড বইতে জায়গা করে নিয়েছে।

রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালোর:

RCB

আইপিএল এর ইতিহাসে শক্তিশালী দলগুলির মধ্যে অন্যতম একটি নাম হলো রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালোর (RCB)। অন্যতম ঐতিহ্যশালী এই দল নিজেদের দলে প্রতিবার তারকা ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করে থাকে যাতে করে তারা প্রথমবারের জন্য আইপিএল ট্রফি জিততে সক্ষম হতে পারে। এছাড়াও এই দল প্লে অফ এর মঞ্চে একাধিকবার উঠলেও তারা সেই ভাবে নিজেদের প্রমান করতে না পারার কারণে ট্রফি জিততে পারেনি। কিন্তু এই দল ২০১৩ সালে ২৩ এপ্রিল নিজেদের ঘরের মাঠ বেঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে পুনে ওয়ারিয়র্স এর বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৬৩ রান করেছিল যা এখনো অব্ধি আইপিএল ইতিহাসের সর্বাধিক রান এবং সেই ম্যাচে বেঙ্গালোর দল অনায়াসে ম্যাচ জিতেছিল।

লখনৌ সুপার জায়েন্টস:

LSG

আইপিএল এর নতুন দলগুলির মধ্যে অন্যতম এবং প্রতিভাবান দল হলো লখনৌ সুপার জায়েন্টস (LSG)। গতবছর মেগা নিলামের আগে আইপিএল পরিচালন কমিটি এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যৌথ উদোগ্যে দুটি নতুন দলের সংযোজন করা হয়েছে যাতে করে তরুণ ক্রিকেটাররা আরো বেশি করে এই মঞ্চে সুযোগ পেতে পারে। ভারতীয় সুপার ষ্টার ক্রিকেটার কে এল রাহুলকে (KL Rahul) অধিনায়ক করে দল গঠন করেছিল এবং তারা গতবছর বেশ ভালো পারফর্ম করে দেখিয়েছিলো। এই বছরেও লখনৌ দল বেশ কিছু ম্যাচ হারলেও এখনো অব্ধি তারা প্লে অফ এর টিকে রয়েছে এমনটাই মনে করা যাচ্ছে। কিন্তু LSG গতকাল পাঞ্জাব কিংসের বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২০ওভারে মাত্র ৫উইকেট হারিয়ে ২৫৭রান করেছিল যা আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় দল হিসাবে সর্বোচ্চ্য রান সংখ্যা হিসাবে রেকর্ড বইতে জায়গা করে নিয়েছে।

রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালোর:

RCB

এই তালিকায় তৃতীয় নামটি হলো পুনরায় বেঙ্গালোর দলের। ২০১৬ সালের ১৪ মে RCB দল তৎকালীন গুজরাট লায়ন্সের বিরুদ্ধে নিজেদের ঘরের মাটিতে খেলতে নেমেছিল এবং তারা প্রাহামে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র ৩টি উইকেট হারিয়ে ২৪৮ রান বানাতে সক্ষম হয়েছিল এবং সেই ম্যাচে তারা অনায়াসে বিপক্ষ দল গুজরাট লায়ন্সকে পরাজিত করেছিল বলেই আমরা সকালে জানি।

চেন্নাই সুপার কিংস:

CSK

এই তালিকায় চতুর্থ নামটি হলো আইপিএল এর অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের (CSK)। প্রাক্তন ভারতীয় অধিনায়ক এম এস ধোনির নেতৃত্বে গঠিত এই দল একমাত্র দল যারা সব থেকে বেশি প্লে অফ এবং ফাইনাল ম্যাচ খেলেছে। অভিজ্ঞ এবং বয়স্ক ক্রিকেটারদের নিয়ে গঠিত এই দল ২০১০ সালের ৩ এপ্রিল নিজেদের ঘরের মাঠ চিপক স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের (RR) এর বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান করেছিল এবং সেই ম্যাচ তারা অনায়াসে রাজস্থান দলকে হারিয়ে আইপিএল এর রেকর্ড বইতে নিজেদের নাম লিখিয়ে ফেলেছিলো।

কলকাতা নাইট রাইডার্স:

KKR

এই তালিকায় সর্বশেষ নামটি হলো কলকাতা নাইট রাইডার্স। (KKR) এর। বিশ্ববিখ্যাত অভিনেতা শাহরুখ খানের এই ফ্রেঞ্চাইসি আইপিএল এর ইতিহাসে ২বার ট্রফি জয়লাভ করেছে। এই দল ১২মে ২০১৮সালে ইন্দোরের মাটিতে কিংস ইলেভেন পাঞ্জাবের (KXIPB) এর বিপক্ষে মাঠে ব্যাট করতে নেমে ৬উইকেট হারিয়ে ২৪৫রানের এক লক্ষ্যমাত্রা তৈরি করেছিল এবং যেটি একটি দলের সর্বাধিক রান সগ্রহকারীর তালিকায় পৌঁছে রেকর্ড বইতে জায়গা করে নিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *