প্রতিটা ক্রিকেটার তাদের অসাধারণ ক্রিকেটীয় পারফর্মেন্স দেখিয়ে আলাদা ফ্যান বেস তৈরি করে থাকে তা সে নিজের দেশেই হোক অথবা দেশের বাইরে। ক্রিকেট ভক্তরা তাদের পছন্দের ক্রিকেটারদের কাছ থেকে দেখার জন্য এক দেশ থেকে অন্যদেশে পাড়ি দিয়েছে এমন ঘটনাও ক্রিকেট ইতিহাসে আমরা বহুবার দেখেছি। আবার ক্রিকেট ইতিহাসে এমন ক্রিকেটারদেকেও দেখা গেছে যাদের নিজেদের বেশ কিছু অক্রিকেটীয় গুনের কারণে তাদের ফ্যান বেস ক্রমশ তলানিতে এসে ঠেকেছে। তাই প্রতিটা ক্রিকেটার চায় তারা কঠোর পরিশ্রম এবং অনুশীলন করে আন্তর্জাতিক মঞ্চে পদার্পন করতে যাতে করে তারা দীর্ঘ্যদিন নিজেদের দেশের হয়ে ক্রিকেট কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু বেশ কিছু ক্রিকেটারের কেরিয়ার চোট আঘাতেই খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যেতে আমরা দেখেছি।
ক্রিকেট ইতিহাসে আমরা এমন বহু ক্রিকেটারদের দেখেছি যারা দেশের মাঠিতে ততটা জনপ্রিয় নাও হলেও বিদেশের মাটিতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তারা বিশ্ব ক্রিকেটে তাদের অসদাহারন ক্রিকেটীয় পারফর্মেন্সের জন্য প্রশংসিত হয়ে চলেছেন। সমগ্র ক্রিকেট বিশ্বে ভারতীয় ক্রিকেটের স্থান সবার ওপরে বলে মনে করা হয় টি সে ভারতীয় ক্রিকেটারদের পারফর্মেন্স হোক অথবা ভারতীয় ক্রিকেট ভক্তদের ক্রিকেটের প্রতি অদম্ম্য উন্মাদনা। বহু বিদেশী ক্রিকেটার আছেন যারা ভারতের মাঠিতে পারফর্মেন্স করে বিখ্যাত হয়েছেন এবং সমগ্র ভারতবাসীর মন জয় করে নিয়েছেন। আমরা এখানে এমন ৫জন বিদেশী ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যাদের ভারতীয় ক্রিকেট ভক্তরা খুব পছন্দ করেন এবং এই তালিকায় একজন পাকিস্তানী ক্রিকেটার আছেন।
রাশিদ খান
বর্তমান ক্রিকেট বিশ্বের সফল লেগ স্পিনারদের মধ্যে অন্যতম একটি নাম হলো রাশিদ খান। ডানহাতি এই আফগান স্পিনার তার অসাধারণ লেগ স্পিন এবং গুগলি বোলিংয়ের জাদুতে বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছেন। রাশিদ খান যেমন বল হাতে নিজের জাদু দেখিয়ে চলেছেন ঠিক তেমনি লোয়ার অর্ডারের একজন বাঁহাতি বিধংসী ব্যাটসম্যান হিসাবেও সুনাম অর্জন করেছেন। আফগান এই তারকা ক্রিকেটার দীর্ঘ্যদিন ধরে আইপিএল এর মঞ্চে পারফর্মেন্স করার সুবাদে বিশ্ব ক্রিকেটের পাশাপাশি বহু ভারতীয় দর্শকের মন জয় করে নিয়েছেন এবং এটাও বলা যেতে পারে ভারতীয় দর্শকরা তাকে আপন করে নিয়েছে।