৫ জন ক্রিকেটার, যাঁদেরকে একটা সময় আইপিএলে খেলতে দেখা যেত 1

আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগ-আইপিএল, যেটি এবার দশম বছরে পড়তে চলেছে। ইতিমধ্যেই বেন স্টোকস, ট্রেন্ট বোল্টদের আকাশছোঁয়া দাম ওঠা, হঠাৎ করে আইপিএল থেকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব চলে যাওয়া, এই সব ঘটনাগুলি নিয়ে ক্রিকেট-প্রেমীদের মধ্যে নানান রকম আলোচনা শুরু হয়ে গিয়েছে। সবাই আগ্রহে অপেক্ষা করছেন প্রতিযোগিতা শুরুর জন্য।

ছয় ক্রিকেটার যারা একটি দলের হয়েই আইপিএল খেলে চলেছেন

ক্রিকেটাদের নিয়ে আলোচনার মধ্যেই, আমরা এমন কয়েকজন খেলোয়াড়ের কথা ভুলেই গিয়েছি, যাঁরা আইপিএল ইতিহাসে কোনও না কোনও সময়ে খেলেছেন। কিন্তু এখন আর তাঁরা আলোচনার মধ্যে নেই। এমনই ৫ জন ক্রিকেটারের দিকে আমরা একবার নজর দেব।

৫ জন ক্রিকেটার, যাঁদেরকে একটা সময় আইপিএলে খেলতে দেখা যেত 2

মিসবাহ উল হক – ২০০৭ টি-২০ বিশ্বকাপে মিসবাহর নেতৃত্বে পাকিস্তান ফাইনালে উঠেছিল। আইপিএলের প্রথম সংস্করণে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মিসবাহকে দলে নিয়েছিল। তাঁর ব্যাটিং মুলত টেস্টের সঙ্গে খাপ খেলেও, প্রয়োজনমত অ্যাটাকিং ব্যাটিংও করতে পারা মিসবাহ আইপিএলে মাত্র আটটি ম্যাচ খেলেছেন। এরপরে ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের জেরে পাক ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ বন্ধ হয়ে যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *