৪ জন খেলোয়াড় যারা টি-২০ ক্রিকেটএ ভারত কে নেতৃত্ব দিতে পারেন 1

ভারতিীয় ক্রিকেট এর ইতিহাসে সবথেকে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি,  সীমিত ওভারের অধিনায়কত্ব থেকে মহেন্দ্র সিং ধোনির হঠাৎ এই সরে দাঁড়ানোতে, অনেক ক্রিকেট প্রেমিরাই বেশ অবাক। আর তারই ছোয়া পড়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। ধোনি, যেটা সেই নাম যার অধিনায়কত্ত ভারতকে দুটি বিশ্বকাপ এনে দিয়েছে।
ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটের সীমিত ওভারের অধিনায়ক থাকাকালীন ধোনি বহু ট্রফি এনে দিয়েছেন। তাঁর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলঃ ২০০৭ বিশ্ব টি-২০ জয়, ২০১১ আইসিসি বিশ্বকাপ জয়, ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জয় ইত্যাদি। এছাড়াও আরো কিছু উল্লেখযোগ্য হলঃ ২০০৮ সালে সিবি সিরিজ জয়, ২০১০ সালে এশিয়া কাপ জয়, ২০১৬ সালে অস্ট্রেলিয়াকে তাঁদের ঘরের মাটিতে ৩-ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ, ২০১৬ সালে টি-২০ এশিয়া কাপ জয় ইত্যাদি।

২০০৭ সাল থেকে শুরু হয় অধিনায়ক ধোনির যুগ। একের পর এক ট্রফি জিতে ইতিহাসের পাতায় দেশের নামকে উজ্জ্বল করেছেন।

কিন্তু ধোনির পদতাগের পর এক তাঁর দায়িত্বভার গ্রহন করবেন সেই নিয়ে শুরু হয়েছে গভীর জল্পনা।

বিরাট কহলির অপর কি বেশী চাপ দেয়া ঠিক কাজ হবে? আসুন দেখে নেয়া যাক ৪ জন খেলোয়াড় যারা টি-২০ ক্রিকেটএ ভারত কে নেতৃত্ব দিতে পারেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *