সুযোগ পেলে সৌরভ-ধোনির চেয়েও বড় অধিনায়ক হতে পারতেন এই চার ভারতীয় ক্রিকেটার, দুজন তো করেছেন প্রমাণও
Indian cricketer Gautam Gambhir (C), Manoj Tiwary (L), and Sri Lankan cricketer Nuwan Pradeep (R) look on during the fifth and final one-day international (ODI) match between Sri Lanka and India at the Pallekele International Cricket Stadium in Pallekele on August 4, 2012. Indian cricket team captain Mahendra Singh Dhoni elected to bat after winning the toss against Sri Lnka in the fifth and final one-day international (ODI) in Pallekele. AFP PHOTO/ Ishara S.KODIKARA (Photo credit should read Ishara S.KODIKARA/AFP/GettyImages)

ভারতীয় ক্রিকেট ইতিহাসে বেশ কয়েকজন দুর্দান্ত অধিনায়ক থেকেছেন। যার মধ্যে কপিল দেব, এমএস ধোনি, সৌরভ গাঙ্গুলী, বিরাট কোহলি, আর মহম্মদ আজহারউদ্দিনের মত খেলোয়াড়দের নাম রয়েছে। ভারতের এমন কয়েকজন খেলোয়াড়ও ছিলেন যারা ভারতের অধিনায়ক হতে পারতেন, কিন্তু এই খেলোয়াড়দের ভারতীয় দলের অধিনায়কত্ব করার বেশি সুযোগ দেওয়া হয়নি। আজ আমরা আমাদের এই বিশেষ প্রতিবেদনে এমন চার ভারতীয় খেলোয়াড়দের ব্যাপারেই জানাব।

গৌতম গম্ভীর

সুযোগ পেলে সৌরভ-ধোনির চেয়েও বড় অধিনায়ক হতে পারতেন এই চার ভারতীয় ক্রিকেটার, দুজন তো করেছেন প্রমাণও 1

গৌতম গম্ভীর ভারতের অধিনায়কত্ব করার সুযোগ মাত্র ৬টি ওয়ানডে ম্যাচে পেয়েছিলেন। গৌতম গম্ভীরের অধিনায়কত্ব ভারতীয় দল ৬টি ম্যাচের সবকটিতেই জিতেছিল। তার অধিনায়কত্ব সবসময়ই যথেষ্ট ভাল থেকেছে। তিনি নিজের অধিনায়কত্বে সবসময়ই পজিটিভ ভাবনার সঙ্গেই মাঠে নামতেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বেও তিনি সকলকেই প্রভাবিত করেছিলেন আর কেকেআরকে দু’বার আইপিএল চ্যাম্পিয়নও করেছেন। তার ঘরের দল দিল্লিও তার অধিনায়কত্বে যথেষ্ট সফলতা হাসিল করেছে। তিনি ভারতের অধিনায়কত্ব করে একজন মহান অধিনায়ক প্রামানিত হতে পারতেন, কিন্তু এমএস ধোনির দলে থাকার কারণে তিনি ভারতীয় দলের অধিনায়কত্ব করার বেশি সুযোগ পাননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *