Asia Cup 2022: এশিয়া কাপের ইতিহাসে ভারত-পাকিস্তানের ৩ টি স্মরণীয় ম্যাচ, যা আজও তাজা আছে !! 1

২০১২ ভারত পাক এশিয়া কাপ ম্যাচ: Asia Cup 2022: এশিয়া কাপের ইতিহাসে ভারত-পাকিস্তানের ৩ টি স্মরণীয় ম্যাচ, যা আজও তাজা আছে !! 2

এম এস ধোনির নেতৃত্বে ভারতীয় দল ৫০ ওভারের এই ম্যাচ খেলতে নামে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তান দল টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তাদের দুই ওপেনার হাফিজ ও জামসেদের শতরানের সুবাদে ৩২৯রানের এক বিশাল রানের পাহাড় গড়ে তোলে। পরবর্তীতে ভারতীয় দল ব্যাট করতে নেমেই তাদের ওপেনার গম্ভীর শুন্য রানে আউট হয়ে যান। এরপরে কোহলি এবং সচিন মিলে এক অসাধারণ পার্টনারশীপ গড়ে তোলেন। সচিন ৫২রানে আউট হয়ে যাবার পর বিরাট আর রোহিত মিলে ইনিংস এগোনোর দায়িত্ব নেয় এবং বিরাট ১৪৮বল খেলে ১৮৩রানের এক অনবদ্য শতরানের ইনিংস উপহার দেয়, তার পাশাপাশি রোহিত শর্মা অসাধারণ অর্ধ শতরানের ইনিংস খেলেছিলেন। তাদের সুবাদেই ভারতীয় দল সেই ম্যাচ ৬উইকেটে পাকিস্তানকে হারিয়েছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *