Use your ← → (arrow) keys to browse
আবেশ খান
তালিকার সর্বশেষ নামটি হলো আবেশ খান। ডানহাতি এই তরুণ ফাস্ট বোলার ইদানিং দলের হয়ে বেশ কয়েকটি সিরিজে অংশগ্রহন করেছেন এবং তিনি বেশ কয়েকটি উইকেট নিলেও সেই ভাবে নিজের পারফর্মেন্স করে দেখতে ব্যর্থ হয়েছেন। তাই মনে করা যাচ্ছে ভারতীয় টীম ম্যানেজমেন্ট আগামী জিম্বাবোয়ে সফরে তাকে সুযোগ না দিয়ে অন্য কোনো তরুণ প্রতিবাদের দেখে নিতে চাইবে।
Use your ← → (arrow) keys to browse