হাথে মাত্র আর কয়েক দিন তারপরেই ২৭আগস্ট থেকে দুবাইয়ের মাটিতে শুরু হতে চলেছে এই বছরের এশিয়া কাপের আসর। এই বছর এশিয়া কাপের আসর শ্রীরালঙ্কার মাটিতে আয়োজিত হবার কথা থাকলেও পরবর্তীতে সেই দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা কথা মাথায় রেখে দুবাইয়ের মাটিতে এই টুর্নামেন্ট করানো সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সমস্থা আইসিসি। এশিয়া মহাদেশের ৬টি শক্তিশালী দলগুলিকে নিয়ে আয়োজন করা হয় এশিয়া কাপের। গতবারের এশিয়া কাপের আসর করোনা মহামারীর কারণে ভেস্তে যাবার কারণে এই বছর এশিয়া কাপের আকর্ষণ আরো বর্ধিত হয়েছে বলে মনে করা যাচ্ছে। এশিয়া কাপের ইতিহাসে ভারতীয় দল ৭বারের বিজয়ী এবং তার পাশাপাশি তারা গতবারের চ্যাম্পিয়ন দল। তাই এই বছর ভারতীয় দল একটি বিজয়ী দল হিসাবেই মাঠে নামতে চলেছে সে কথা বলাই বাহুল্য।
ভারতীয় দল এই বছর তাদের এশিয়া কাপের অভিযান শুরু করতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে এবং এই ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের মনে যে উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে সে কথা বলার অবকাশ রাখে না। এইবছর এশিয়া কাপের আসর t20 ফরম্যাটে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি কারণ এই বছরের শেষেই অস্ট্রেলিয়ার মাঠিতে বসতে চলেছে বিবকাপের আসর। তাই আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রতিটা দল তাদের ঘর গোছানোর পালা সেরে ফেলতে চাইছে এবং এশিয়া কাপকে তারা পাখির চোখ হিসাবে বেছে নিয়েছে যার মধ্যে ভারতীয় দল বেতিক্রম নয় বলেই মনে করা হচ্ছে। এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দলে অনেক নতুন উঠতি তারকা ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু তাদের মধ্যে থেকে আমরা এখানে এমন ৩জন ক্রিকেটারকে বেছে নেবো যারা এই বছর এশিয়া কাপে একটিও ম্যাচ না খেলে বেঞ্চে বসেই এই টুর্নামেন্ট দেখবেন বলে মনে করা যাচ্ছে।
রবি বিষ্ণই
তরুণ ভারতীয় লেগ স্পিনার রবি বিষ্ণই এই বছর এশিয়া কাপে একটিও ম্যাচ খেলার সুযোগ নাও পেতে পারেন বলে মনে করা যাচ্ছে। কারণ বর্তমান ভারতীয় দলে প্লেয়িং একাদশে রবীন্দ্র জাদেজা এবং যুজবেন্দ্র চাহালের মতো অভিজ্ঞ স্পিনার মজুত রয়েছেন এছাড়াও ভারতীয় টীম ম্যানেজমেন্ট আরো একজন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে দলে সামিল করেছে। তাই এই বছর এশিয়া কাপের মঞ্চে ডানহাতি এই তরুণ স্পিনারের সামনে মাঠে নামার সুযোগ নেই বললেই চলে।