৩ জন ক্রিকেটার যারা ভারতকে ২০১৯ বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে 1
Getty Images

ইংল্যান্ড ও ওয়েলসে ২০১৯ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক বছর সময় বাকি। বিশ্বকাপ শুরুর আগে ওয়ানডে র‍্যাংকিংয়ে ভারতের বর্তমান অবস্থান দ্বিতীয়। বিশ্বকাপ শুরু হওয়ার আগ পর্যন্ত যদি দলের এই পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় থাকে তাহলে নিঃসন্দেহ বলা যায় ওয়ানডে বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট দল হবে ভারত।

আসন্ন বিশ্বকাপে ট্রফি জেতার জন্য দলগতভাবে ভাল পারফরমেন্সের কোনো বিকল্প নেই। তবে এমন তিন জন ক্রিকেটার রয়েছেন যাদের ব্যক্তিগত পারফরমেন্স দলকে বিশ্বকাপ জয়ে সহায়তা করতে পারে।

১) হার্দিক পান্ডিয়া:

৩ জন ক্রিকেটার যারা ভারতকে ২০১৯ বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে 2
Getty Images

বর্তমানে ভারত ক্রিকেট দলে যে কয়জন নিয়মিত দলে সুযোগ পান তাদের মধ্যে অন্যতম সেরা ক্রিকেটার তিনি। নিজের অভিষেক ম্যাচ থেকেই ব্যাটে-বলে দারুণ ফর্মে আছেন এই অলরাউন্ডার। অলরাউন্ডার হিসেবে বর্তমান দলের একমাত্র ভরসা তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে ব্যাটিং, বোলিংয়ে ভালো পারফরমেন্স করলেও মাঝামাঝি সময়ে ব্যর্থতার কারণে নানা সমালোচনার সম্মুখীন হয়েছেন। পরবর্তীতে আবার ব্যাট ও বল হাতে সমালোচকদের জবাব দিয়েছেন নিজের সেরা পারফরমেন্স দিয়ে।

হার্দিক পান্ডিয়া একজন অলরাউন্ডার ও হার্ড-হিটার ব্যাটসম্যান। মিডল অর্ডারের শেষের দিকে তাঁর মত অভিজ্ঞ ব্যাটসম্যান দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান ভারত বনাম ইংল্যান্ড সিরিজে ব্যাট ও বল হাতে আলো ছড়াচ্ছেন এই অলরাউন্ডার। তাছাড়া সামনের বিশ্বকাপ ইংল্যান্ডের মাটিতে। আর ইংল্যান্ডের মাঠ গুলোতে খেলার তাঁর ভালো অভিজ্ঞতা রয়েছে। তাই কোনো সন্দেহ ছাড়াই বলা যায়, যদি ভারত ক্রিকেট দল বিশ্বকাপে সাফল্য লাভ করে তবে তার পিছনে হার্দিক পান্ডিয়ার অবদান থাকবে অনেক বেশি।

২)ভুবনেশ্বর কুমারঃ

৩ জন ক্রিকেটার যারা ভারতকে ২০১৯ বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে 3
Getty Images

ভুবনেশ্বর কুমার বর্তমানে ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা বোলার। তবে সাম্প্রতিক সময়ে ইনজুরিতে পড়ে ইংল্যান্ডের সাথে চলমান সিরিজে দলের বাহিরে অবস্থান করছেন তিনি। ভুবনেশ্বর ভারত দলের প্রধান পেস বোলার। ভারত দলের অনেক সাফল্যের পেছনে তাঁর অবদান রয়েছে। পাওয়ার প্লে ও ডেথ ওভারে খুব ভালো বোলিং করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাকে ডেথ ওভারের সেরা বোলার বলা হয়ে থাকে। বর্তমানে ক্রিকেট বিশ্বে ডেথ ওভারে বল করার জন্য তাঁর বিকল্প কেউ নেই বললেই চলে। ভুবনেশ্বর কুমার যেখানে ভারতের আশার প্রদীপ সেখানে তিনি ইনজুরি আক্রান্ত হয়ে এখনো দলের বাহিরে। তবে ভারত ক্রিকেট বোর্ড আশাবাদী সে খুব শীঘ্রই দলের সাথে যোগ দিবে এবং ২০১৯ বিশ্বকাপে জয়ের জন্য দলকে নিজের সেরাটা দিয়ে সাহায্য করবে।

৩) বিরাট কোহলিঃ

৩ জন ক্রিকেটার যারা ভারতকে ২০১৯ বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে 4
Getty Images

ইতোমধ্যে কোহলি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। তাকে এখনই শতাব্দীর সেরা ব্যাটসম্যান বলা হয়ে থাকে। দেশে ও দেশের বাহিরে যেকোনো পজিশনে নিজের সেরা খেলাটা খেলতে পারেন তিনি। ভারতের এই অধিনায়ক যদি তাঁর বর্তমান পারফরমেন্স ধরে রাখতে পারেন তবে এটা নিশ্চিত হয়ে বলা যায় যে প্রতিপক্ষের বিপক্ষে ভারতের জয় খুব সহজেই চলে আসবে। চলমান সিরিজে ইংল্যান্ডের মাটিতে দলের অন্য সদস্যরা যখন রান করতে অক্ষম সেখানে কোহলি একাই দলকে লড়াই করার মত পুঁজি সংগ্রহ করে দিয়েছেন প্রায় প্রতিটা ম্যাচে। তাই বলা যায়, যদি কোহলি বিশ্বকাপে নিজের সেরা খেলতে পারে তাহলে ভারত ক্রিকেট দলের জন্য বিশ্বকাপ জয় করা অনেকটা সহজ হয়ে যাবে।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *