আন্তর্জাতিক টি-২০ ম্যাচে শতরান:
বিশ্ব ক্রিকেটে রান মেশিন নামে পরিচিত বিরাট কোহলি তার ক্রিকেট কেরিয়ারে যেমন অনেক রান করেছেন ঠিক তেমনি প্রচুর শতরান করেছেন। কিন্তু চমকপ্রদ বেপার হলো কোহলি এখনো অব্ধি ছোট ফরম্যাটের এই ক্রিকেটে কোনো শতরান করে উঠতে পারেননি। কোহলি এখনো অব্ধি ৯৯টি ম্যাচ খেলে ৩৩০৮রান করেছেন যার মধ্যে ৩০টি অর্ধ শতরানের ইনিংস রয়েছে। ক্রিকেট ইতিহাসের সব থেকে ছোট এই ফরম্যাটে যে একটি শতরান নেই সেটা খুব ভালো করেই জানেন বিরাট কোহলি এখন শুধু সময়ের অপেক্ষা কবে তিনি মাইলস্টোনটি ছুঁতে পারবেন সেটা দেখার।