মুম্বই, ৫ নভেম্বর: ভারতীয় ক্রিকেট বোর্ড, অর্থাৎ বিসিসিআইয়ের সঙ্গে লোধা কমিটির লড়াইটা এবার প্রভাব ফেলতে শুরু করল দেশের ক্রিকেটের আঙিনায়। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে ইসিবি’র কাছে অনুরোধ করা হয় যাতে তারাই ভারত সফরে ইংল্যান্ড দলের ব্যাষভার বহন করে। এই ঘটনার পর আলোড়ন পড়ে যায় গোটা ক্রিকেট বিশ্বে। ‘পয়সাওয়ালা’ বিসিসিআইয়ের এমন কী হল যাতে এই সিদ্ধান্তটা নিতে হল? বোর্ড কর্তাদের সাফাই হল. লোধা কমিটির সুপারিশ মানতে হলে এটাই করতে হবে।
এবার সেই রেশ কাটতে না কাটতে আরও একটো বোমা ফাটাল বোর্ড। বিসিসিআই সচিব অজয় শিরকে সেই ইঙ্গিত দিয়েই বলেন, ‘২০১৭ সালে আইপিএল হবে কিনা জানি না। এই বিষয়ে আমরা কিছুই জানি না। আর হবেও বা কি করে। আইপিএলের মতো টুর্নামেন্ট করতে হলে কী কী প্রয়োজন সেটা আমরা কমিটিকে জানিয়ে দিয়েছি। কী কী করতে হবেও সেই বিষয়েও আমরা লম্বা তালিকা পাঠিয়েছি। সত্যি কথা বলতে আমাদের হাতে আর সময় নেই।’
লোধা কমিটির সুপারিশ কখনই মানতে রাজি নয় ভারতীয় বোর্ড। এর ফলে এই কমিটির সঙ্গে বোর্ডের সম্পর্ক ভাল নয়। এরপর সুপ্রিম কোর্ট বিসিসিআইয়ের আর্থিক দিকে থাবা বসালে সেই সম্পর্ক তলানিতে এসে ঠেকে। লোধার সুপারিশ মেনে দেশের শীর্ষ আদালাত জানিয়ে দেয়, লোধা কমিটির সুপারিশ না মানলে কোন রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনকে টাকা দেওয়া যাবে না। বোর্ডের আর্থিক দিকটাও লোধা’কে দেখতে বলে সুপ্রিম কোর্ট।
গোটা বিষয়টি নিয়ে সচিব শিরকে বলে, ‘আমরা অ্যাসোসিয়েশনগুলিকে জানিয়ে দিয়েছি যে, সুপ্রিম কোর্টের আদেশ মেনে আমরা তাদের কোন আর্থিক সাহায্য করতে পারব না। তারা পুরো ব্যাপারটা জানা। এর ফলে নির্বাচনে কোন প্রভাব পড়বে না।’