সবাইকে না জানিয়ে যে কাজটি করতে চেয়েছিলেন এই বাংলাদেশী ক্রিকেটার 1

তামিম ইকবাল খান। অগণিত ক্রিকেট প্রেমীর ভালোবাসার নাম। শুধু খেলা দিয়ে নয় তিনি সমর্থকদের মন জয় করেছেন গুণাবলী সম্পন্ন আচার-আচরণ দিয়ে যার বিনিময়ে পেয়েছেন সবার থেকে ভালবাসা। ক্রিকেট ম্যাচে মাঝেমধ্যে রান না পেলে একটু আধটু সমালোচনার শিকার হয়েছেন তবে ব্যক্তি তামিম ইকবাল হিসেবে তিনি সবার কাছেই প্রিয়। এবার আপনাদের জানাবো তামিমের একটি মহৎ কাজের কথা, যা শুনে তামিমের প্রতি আপনার ভালবাসা আরো বেড়ে যাবে। মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলে রাখাইন রাজ্যে গত আগস্টে সহিংসতার কারণে প্রাণ বাঁচাতে প্রায় ৪ থেকে ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যাদের নেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, নেই থাকার ব্যবস্থা, নেই ওষুধের ব্যবস্থা, বাংলাদেশ সরকার এদের আশ্রয় দেওয়ার পর বিশ্বব্যাংক সহ, আশেপাশের সব দেশ রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে, তাদের মতই তামিম ইকবালও রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা নিয়েছেন, যদিও তিনি এই খবরটি ভাইরাল করতে চাননি, গোপনে এই কাজটি করতে চেয়েছিলেন তামিম ইকবাল কিন্তু তার খুব কাছের একজন এই খবর মিডিয়া কে জানিয়েছেন যার ফলস্বরুপ আমরা জানতে পেরেছি।

তিনি জানান, এই ব্যাপারে তামিম আমাকে বলেছে রোহিঙ্গাদের জন্য তার অনেক কষ্ট লাগছে, তার স্ত্রী আয়েশা যখন পানিতে ভেসে উঠা বাচ্চার ছবি টা দেখেছিল তখন উনি অস্থির হয়ে যান, বলে উঠেন আমাদেরো বাচ্চা আছে এভাবে কারো বাচ্চা মারা যেতে পারেনা, স্ত্রীর কথায় তামিম ইকবাল রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এই ব্যাপারে তামিম আমাকে আরো বলে, আমি চাইনা এইসব সবাই জানুক কেননা আমি বেশি কিছু করতেছি না যে সবাই জানতে হবে, আমি চাই গোপনে সাহায্য করতে, সাহায্যের কথা না জানাজানি করাই ভাল। বাংলাদেশ ক্রিকেট টিম দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ খেলতে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় আছে, আগামীকাল টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে, সেখানে দলের সাথে আছেন তামিম ইকবালও, দক্ষিণ আফ্রিকার সাথে সবগুলো ম্যাচ খেললে তামিম ইকবাল ম্যাচ ফি আর বোনাস সহ পাবেন বাংলাদেশী টাকায় পনের লক্ষ টাকা। এই সিরিজের কোনো টাকাই তিনি নিজের জন্য রাখবেন না, পুরো টাকা তিনি রোহিঙ্গাদের সাহায্য করার জন্য কাজে লাগাবেন।

উল্লেখ্য যে, সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন তামিম ইকবাল গত সোমবার থেকে প্রাকটিস করেস আসছেন, তাই তামিমের ম্যাচ খেলতে আর কোনো বাধা নেই, সবকিছু ঠিক থাকলে এই সিরিজের সব ম্যাচেই খেলবেন তামিম আর পুরো টাকাটাও পাবেন তাই সিরিজ শেষে সেই টাকাই রোহিঙ্গা মুসলমানদের জন্য কাজে লাগাবেন এই দেশ সেরা বাঁহাতি ওপেনার। সমর্থক হিসেবে আমরা চাইব আল্লাহ তামিম ইকবালের দানকে কবুল করুক এবং আমাদের দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা ভালভাবেই জীবনযাপন করুক।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *