ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করার নেপথ্য কারিগর আইপিএলের পরেই পেতে চলেছেন বড় দায়িত্ব

ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করার নেপথ্য কারিগর আইপিএলের পরেই পেতে চলেছেন বড় দায়িত্ব 1

২০১১ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত তার সৌজন্যেই। তার আগে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ ভারত জিতেছিল ২৮ বছর আগে ১৯৮৩ সালে। আর সেই ২৮ বছর বাদে চ্যাম্পিয়ন হওয়ার সময়েই ভারতীয় ক্রিকেট মহল জেনে গিয়েছিল ভারতীয় দলের কোচের দায়িত্ব বিশ্বকাপের পরই ছেড়ে দিতে চলেছেন গ্যারি কার্স্টেন। ভারতের দ্বিতীয়বারের বিশ্বকাপের পর কেটে গিয়েছে ৭ বছর। আর এই ৭ বছর পর দক্ষিণ আফ্রিকার এই ওপেনার আবারও ফিরছেন উপমহাদেশের ক্রিকেটে। তবে এবার আর তিনি ভারতের নয় বরং পরামর্শদাতা হয়ে আসছেন বাংলাদেশ ক্রিকেট দলের।

ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করার নেপথ্য কারিগর আইপিএলের পরেই পেতে চলেছেন বড় দায়িত্ব 2

এই খবর জানিয়েছে বিসিবি কর্তৃপক্ষ। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিক বৈঠকে জানিয়েছেন ২০১৮র আইপিএল শেষ হওয়ার পরই তারা গ্যারি কার্স্টেনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবেন। প্রসঙ্গত এর আগে কার্স্টেন ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত ভারতের কোচ ছিলেন। ২০১১য় ভারতের কোচের দায়িত্ব ছাড়ার পরই তিনি দু বছর নিজের দেশ দক্ষিণ আফ্রিকার জাতীয় দলেরও কোচ হন। অন্যদিকে বিগব্যাশ লিগে হোবার্ট হ্যারিকেনের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। আসন্ন আইপিএল মরশুমে কার্স্টেন এবার বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন। সেই সঙ্গে আইপিএল শেষ হওয়ার পরই সাকিবদের পরামর্শদাতা হিসেবে যোগ দেবেন তিনি।

ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করার নেপথ্য কারিগর আইপিএলের পরেই পেতে চলেছেন বড় দায়িত্ব 3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *