দেখে নিন কি হল রবীচন্দ্র আশ্বিনের ইয়ো ইয়ো টেস্টের ফলাফল! 1

দেখে নিন কি হল রবীচন্দ্র আশ্বিনের ইয়ো ইয়ো টেস্টের ফলাফল! 2

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত বিষয়ের নাম হল ইয়ো ইয়ো টেস্ট। ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য এখন ইয়ো ইয়ো টেস্টে ভাল করা হল পূর্ব শর্ত। ব্যাঙ্গালুরের জাতীয় ক্রিকেট একাডেমীতে হওয়া এই টেস্ট ই এখন নির্ধারন করে কে জাতীয় দলে সুযোগ পাবে কে পাবে না। ঠিক এমন সময় ই ব্যাঙ্গালুরের জাতীয় ক্রিকেট একাডেমী হতে সুখবর এক রবীচন্দ্র আশ্বিনের জন্য। আশ্বিনের ইয়ো ইয়ো সহনশীলতা টেস্টের ফলাফল ইতিবাচক আসায় এখন অশ্বিন দ্রুত ই সীমিত ওভারের ক্রিকেটে ফিরার প্রত্যাশা করছে। গন মাধ্যমের খবর অনুযায়ী যুবরাজ সিং ও সুরেশ রায়না দলে সুযোগ না পাওয়ার কারন ইয়ো ইয়ো সহনশীলতা টেস্টে তাদের ব্যর্থতা। যুবরাজ সিং ও সুরেশ রায়না ইয়ো ইয়ো সহনশীলতা টেস্টে ব্যর্থ হলেও আশ্বিন উতরে গিয়েছেন এই পরীক্ষায় এবং বর্তমানে নিজেকে ব্যস্ত রেখেছে তামিলনাড়ুর হয়ে রনজি ট্রফিতে।

ত্রিশ বছর বয়স্ক এই স্পিনার তার টুইটারে টুইট করে জানান তিনি ইয়ো ইয়ো সহনশীলতা টেস্টে উতরে গিয়েছেন। তিনি লিখেন, ‘ ব্যাঙ্গালরে একটা ভাল যাত্রা হল। ইয়ো ইয়ো টেস্ট হল এবং সফলতা এল।” তামিলনাড়ুর হয়ে বর্তমানে রনজি ট্রফি খেলা আশ্বিন শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে দলে সুযোগ পান নি। রনজি ট্রফির প্রথম ম্যাচে নিজে বল হাতে ছয় উইকেট তুলে নিলেও দলের পরাজয় ঠেকাতে পারেন নি কিংবা প্রথম ইনিংসে এগিয়ে থাকার কারনে তিন পয়েন্টও নিশ্চিত করতে পারেন নি। এ সপ্তাহের শুরুতে এই স্পিন স্টার জানিয়েছেন বর্তমান টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক যে বহুমাত্রিক এবং ফিট খেলোয়ার চায় তাকে তার কোন সমস্যা নেই। তিনি বলেন, ‘আমি নিয়মে চলার মানুষ। যেই নিয়মের ই আমি সম্মুখীন হব তাতে আমার সর্বোচ্চ যোগ্যতা দিয়ে পুরোপুরি ভাবে মানিয়ে নিতে চেষ্টা করব।’ তিনি আরো বলেন, ‘সব দলনেতার ই তার দলের সফলতার বিষয় ভিন্ন ভিন্ন পরিকল্পনা থাকে এবং আমাদের বর্তমান নেতৃত্বেরও তেমন আছে। এটাকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ। যদি আমি দলনেতা হতাম তাহলে আমিও চাইতাম আমার পরিকল্পনাকে সবাই শ্রদ্ধা করুক।’

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *