কোটলায় রোহিতের একাধিক রেকর্ড 1

দিল্লির ফিরোজ শাহ কোটলায় রেকর্ড গড়েছে ভারতের ওপেনিং জুটি। গত বুধবার (১ নভেম্বর) নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্য়াচে ভারতের স্কোর বোর্ডের ২০২ রানের মধ্য়ে ১৫৮ রান এসেছে ওপেনিং জুটিতেই। কিউয়ি বোলিং লাইন-আপকে একেবারে তছনছ করে ছাড়েন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধওয়ন। দুজনেই আশি রান করে করেন। বোঝাই যাচ্ছে, কি পরিমাণ বেদম ঠ্য়াঙানি খেতে হয়েছে কেন উইলিয়ামসনের দলের বোলারদের। কোটলা ম্য়াচে ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মার নামের পাশে একাধিক রেকর্ড জড়ো হয়েছে।

কোটলা টি-২০ আন্তর্জাতিকে রোহিতের রেকর্ড –

১. যে কোনও উইকেটে জুটিতে রোহিত ও শিখরের ১৫৮ রানের ওপেনিং স্ট্য়ান্ড টি-২০ ক্রিকেটে ভারতের সেরা পার্টনারশিপ। এর আগে এই রেকর্ডটি রোহিত শর্মা ও বিরাট কোহলি জুটির দখলে ছিল। ২০১৫ সালে ধরমশালাতে ১৩৮ রানের পার্টনারশিপ করেছিলেন দুজনে।

২. পয়লা নভেম্বর কোটলা ম্য়াচে ভারতের দুই ওপেনারই অর্ধ-শতরান রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে। টি-২০ ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয়বার ভারতের ওপেনিং জুটির দুই ব্য়াটসম্য়ানই হাফ-সেঞ্চুরি করলেন। এর আগে ২০০৭ সালে গৌতম গম্ভীর (৫৮) ও বীরেন্দ্র সেহওয়াগ (৬৭) ওপেনিং জুটি ডারবানে ইংল্য়ান্ডের বিরুদ্ধে এই কৃতিত্বের অধিকারী হন।

৩. এই নিয়ে তৃতীয়বার ভারতের কোনও ওপেনিং জুটি একশতাধিক রান উপহার দিল টি-২০ আন্তর্জাতিকে।

নিচে দেখে নিন সেই তালিকা –

১৫৮ রান – রোহিত শর্মা-শিখর ধওয়ন – প্রতিপক্ষ নিউজিল্য়ান্ড – দিল্লি ২০১৭

১৩৮ রান – গৌতম গম্ভীর-বীরেন্দ্র সেহওয়াগ – প্রতিপক্ষ ইংল্য়ান্ড – ডারবান, ২০০৭

১০৩* – রাহুল-মনদীপ – প্রতিপক্ষ জিম্বাবোয়ে – হারারে, ২০১৬

৪. এর আগে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে কোন প্রতিপক্ষ দেশের যে কোনও উইকেটে জুটিতে সেরা স্কোর ছিল ১৪৩। ২০১৩ সালে ওয়েলিংটনে ইংল্য়ান্ডের অ্য়ালেক্স হল ও মাইকেল লাম্ব জুটি এই রান করেছিলেন। রোহিত-ধওয়ান জুটি সেই রেকর্ড ভেঙে দেন কোটলাতে।

৫. টি-২০ আন্তর্জাতিকে এই প্রথম কোনও ওপেনিং জুটি প্রথমে ব্য়াট করে ১৬ ওভারের বেশি খেলল। এর আগে ২০১০ সালে এই রেকর্ডটি পাকিস্তানের কামরন আকমল ও সলমন বাট জুটি গড়েছিল। সেবার ১৫.৫ ওভারে আকমল ও বাট ১৪২ রান করেন। আশ্চর্যের বিষয় ওই ম্য়াচেও দুই ওপেনারের একই স্কোর ছিল (৭৩ রান)।

6. টি-২০ ক্রিকেটে ছয় মারার নিরিখে স্বদেশীয় সুরেশ রায়নার রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা। রায়নার দখলে ২৬৫টি ছয় মারার রেকর্ড রয়েছে। রোহিত কোটলা ময়দানে ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডটি নিজের নামের পাশে লিখিয়ে নেন। রোহিত এখনও পর্যন্ত টি-২০ ক্রিকেটে ২৬৮টি ছয় মেরেছেন।

এই তালিকায় সেরা পাঁচ –

রোহিত শর্মা – ২৬৮

সুরেশ রায়না – ২৬৫

২৪৪ – যুবরাজ সিং

২২৬ – এমএস ধোনি

২২১ – ইউসুফ পাঠান

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *