একদিনের ম্যাচের জন্য ঘোষিত হলো ভারতের প্রথম একাদশ 1

বেঙ্গালুরুতে গত সাতাশে সেপ্টেম্বর হারলেও, পেটিএম ইন্ডিয়া-অস্ট্রেলিয়া ওয়ান-ডে সিরিজ ইন্দোরেই পকেটে পুরে নিয়েছে ভারত। ছুটির দিনে নাগপুরে সিরিজের পঞ্চম তথা শেষ একদিনের ম্য়াচ খেলতে নামতে চললেও, রবিবার নতুন মাসের শুরু। নতুন মাসের শুরুটা জয় দিয়েই করতে চাইছে ভারত। তার সঙ্গে ২০১৯ বিশ্বকাপের লক্ষ্যে পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে যাওয়াও। সিরিজ ইতিমধ্যে পকেটে পুরে নেওয়ায় বিরাটের ভারতের একদিনের আইসিসি ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে আসা পাকা। ৪-১ সিরিজ জিতলে পয়েন্টের ব্য়বধান আরও অনেকটা বাড়িয়ে নিতে পারবেন রবি শাস্ত্রীর শিষ্যরা।

নাগপুরে ভারতের সম্ভাব্য একাদশ :-

১. অজিঙ্কা রাহানে      

অস্ট্রেলিয়া সিরিজে প্রতিটা ম্য়াচে ভালো শুরু করলেও বা রানের মধ্যে থাকলেও, এখনও পর্যন্ত বড় রানের ইনিংস খেলতে পারেননি রাহানে। তবে, এনিয়ে কোনও সন্দেহ নেই, টিম ইন্ডিয়া তাঁকে যখনই ওপেনার হিসেবে চেয়েছে, অজিঙ্কা সবসময় মুখিয়ে থাকেন নিজের প্রতিভার প্রতি সুবিচার করার জন্য। নাগপুরে সম্ভবত আরও একটি সুযোগ পেতে চলেছেন ভারতীয় দলের এই নির্ভরযোগ্য টপ অর্ডার ব্য়াটসম্য়ানটি।

২. কেএল রাহুল

জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে রাজ্য় দলে টপ অর্ডারে খেলে অভ্য়স্ত অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীর অতি পছন্দের এই ক্রিকেটার। একদিনের দলে টপ অর্ডারে জায়গা পাওয়ার জন্য় মুখিয়ে রয়েছেন রাহুল। নাগপুরে সম্ভবত তাঁকে ওপেনারের ভূমিকায় দেখা যেতে পারে। কারণ, শেষ একদিনের ম্য়াচে স্পেশালিস্ট ওপেনার রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে টিম ম্য়ানেজমেন্টের খবর। শ্রীলঙ্কায় মিডল অর্ডারে সুযোগ দেওয়া হলেও, ব্য়র্থ রাহুলের অস্ট্রেলিয়া সিরিজে একটিও ম্য়াচে প্রথম একাদশে শিঁকে ছেঁড়েনি।

৩. বিরাট কোহলি

অধিনায়ক ছাড়াও ভারতীয় দলের সেরা ব্য়াটসম্য়ান বিরাট। শ্রীলঙ্কা সিরিজে অজি ব্য়াটিং লেজেন্ড রিকি পন্টিংয়ের তিরিশটি একদিনের সেঞ্চুরির নজির স্পর্শ করলেও, চলতি সিরিজে এখনও অধরা বিরাটের একত্রিশতম শতরান। দ্বিতীয় ওয়ান-ডেতে বিরানব্বই রান এখনও পর্যন্ত ভারত অধিনায়কের বড় স্কোর দেশে ফেরার পর।

এমএস ধোনি

নামটা শুনলে, নতুন করে আর কিছু বলে দিতে লাগে না। প্রাক্তন ভারত অধিনায়ক নেতৃত্বের দায়ভার বিরাটের কাঁধে তুলে দিলেও, অলিখিতভাবে দলকে এখনও চালাচ্ছেন। বর্তমানে ক্রিকেট বিশ্বের সেরা উইকেট-কিপার ব্য়াটসম্য়ানকে আপার মিডল-অর্ডারে তুলে আনার দাবি দিনদিন বেড়েই চলেছে ২০১৯ বিশ্বকাপের দিকে ক্য়ালেন্ডারের পাতা যত এগিয়ে চলেছে। বিশ্বের সর্বকালের অন্য়তম সেরা ম্য়াচ ফিনিশার হওয়ার আগে ধোনি তাঁর ক্রিকেট কেরিয়ারের শুরুতে তিন নম্বরে নেমে শতরান করে নজর কেড়েছিলেন।

৫. কেদার যাদব

একদিনের ক্রিকেটে ভারতীয় দলের ব্য়াটিং অর্ডারে চার বা পাঁচ নম্বরে কেদারকে ভবিষ্য়তের জন্য় তৈরি করার পক্ষপাতী টিম ম্য়ানেজমেন্ট। তাছাড়া, মাঝের ওভারগুলিতে বল হাতে কেদার যাদব বেশ উপকারী। ভারতীয় দলের প্রথম একাদশে নিজের দাবি আরও একবার জানান দিতে নাগপুরে বড় ইনিংস খেলার জন্য মুখিয়ে রয়েছেন ভারতীয় দলের এই মিডল অর্ডার ব্য়াটসম্য়ানটি।

৬. মণীশ পান্ডে

ভারতীয় ক্রিকেটে ভবিষ্য়তে তারকা হয়ে ওঠার মতো যথেষ্ট রসদ থাকলেও, ধারাবাহিকতার অভাব রয়েছে মণীশ পান্ডের। সম্ভবত, এটাই শেষ সুযোগ মণীশের সামনে বড় ইনিংস খেলে নিজেকে নির্বাচকদের নজরে রাখার।

৭. হার্দিক পান্ডিয়া

ক্রিকেট বিশেষজ্ঞরা অধিনায়কের সিদ্ধান্তের সঙ্গে কোনওমতেই এক হতে পারছেন না। চার নম্বরে মিডল অর্ডার ব্য়াটসম্য়ান নয়, হার্দিককে ভালো ম্য়াচ ফিনিশার হিসেবে দেখতে চায় ক্রিকেট মহল।

৮. অক্ষর প্য়াটেল

অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে গোড়ালি মুচকে যাওয়ায় সিরিজের প্রথম তিনটি প্রথম একাদশে জায়গা হয়নি। বেঙ্গালুরু ম্য়াচে দলে ফিরলেও, ব্য়াটে-বলে নজর কাড়তে ব্য়র্থ অক্ষর। স্পেশালিস্ট স্পিনিং-অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা দলে ফেরার আগে নাগপুরে শেষ সুযোগ এই তরুণ স্পিনারের সামনে।

৯. কুলদীপ যাদব

মাঝের ওভারগুলিতে বিপক্ষ দলের রানের গতি কমাতে বল হাতে বড় ভূমিকা নিলেও, নাগপুরে বিশ্রাম দেওয়া হতে পারে যুজবেন্দ্র চহলকে। তাঁর জায়গা নিতে পারেন এই সিরিজে বল হাতে ছন্দে থাকা চায়নাম্য়ান স্পিনার কুলদীপ যাদব।

১০. উমেশ যাদব

বিশ্রাম নিয়ে জাতীয় দলে ফিরেই বল হাতে সফল উমেশ। চতুর্থ একদিনের ম্য়াচে অস্ট্রেলিয়া পাঁচটি উইকেটের মধ্যে চারটিই গিয়েছিল এই পেস বোলারের দখলে। পঞ্চম একদিনের ম্য়াচে উমেশকে একইরকম বিধ্বংসী মেজাজে দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

১১. মহম্মদ সামি

বেঙ্গালুরু ম্য়াচেও মোটেই সুবিধা করে উঠতে পারেননি সামি। উইকেটভাগ্য়ের শিঁকে যেমন ছেড়েনি, তেমন বল হাতেও রানের গতি আটকাতে ব্য়র্থ। নাগপুরে রবিবার মাঠে নামার আগে বিরাট কোহলি চিন্তায় রেখেছে বোলার মহম্মন সামির পারফরম্য়ান্স।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *