আইসিসি টি২০ ranking: শীর্ষে পাকিস্থান, একধাপ নেমে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড! 1
আইসিসি টি২০ ranking: শীর্ষে পাকিস্থান, একধাপ নেমে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড! 2
Virat Kohli captain of India and Rohit Sharma of India celebrates the wicket of Colin Munro of New Zealand during the 3rd T20I match between India and New Zealand held at the Greenfield Stadium, Thiruvananthapuram 7th November 2017
Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS

টি২০ ক্রিকেটে ১ ধাপ নেমে গেলো নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে তিরুবনন্তপূরবে টি২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৬ রানে হারায় আইসিসির নতুন প্রকাশিত টি২০ সিরিজের র্যা ঙ্কিংয়ে ১ ধাপ নেমে তাদের পজিশন দাঁড়ালো ২য়ে। ফলে নতুন র্যাঙ্কিঙ্গের হিসাবে ১২৪ পয়েন্ট পেয়ে শীর্ষে পৌঁছোলো পাকিস্থান। ভারতে বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ১২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল নিউজিল্যান্ড। এই মুহুর্তে ১২০ পয়েন্ট পেয়ে তাদের স্থান দাঁড়ালো ২। সবুজ জার্সিধারীরা ভারত নিউজিল্যান্ড সিরিজ চলাকালীনই শীর্ষ স্থান দখল করে। টি২০ সিরিজের প্রথম ম্যাচে কিউয়িদের ৫৩ রানে হারানোর পরই সরফরাজ আহমেদের টিম নিউজিল্যান্ডকে সরিয়ে শীর্ষ স্থান দখল করে। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে ফের নিজের জায়গা ফিরে পায় নিউজিল্যান্ড। অন্যদিকে টি২০ সিরিজের নিজের পঞ্চম স্থান ধরে রাখল ভারত। এই মুহুর্তে ভারতের পয়েন্ট ১১৯। আইসিসির রাঙ্কিং অনুযায়ী প্রকাশিত প্রথম দশটি দলের তালিকা হল,

আইসিসি টি২০ ranking: শীর্ষে পাকিস্থান, একধাপ নেমে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড! 3
Virat Kohli captain of India and Rohit Sharma of India celebrates the wicket of Colin Munro of New Zealand during the 3rd T20I match between India and New Zealand held at the Greenfield Stadium, Thiruvananthapuram 7th November 2017
Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS

টিম পয়েন্টস
পাকিস্থান ১২৪
নিউজিল্যান্ড ১২০
ওয়েস্ট ইন্ডিজ ১২০
ইংল্যান্ড ১১৯
ভারত ১১৯
সাউথ আফ্রিকা ১১২
অস্ট্রেলিয়া ১১১
শ্রীলঙ্কা ৯১
আফগানিস্থান ৮৬
বাংলাদেশ ৭৬

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জেতে ভারত । যদিও জেতার ব্যবধান মাত্র ৬ রান হওয়ায় মনে হতে পারে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে খেলায়, কিন্তু ব্যাপারটা আদৌ তা ছিল না। বৃষ্টিতে ম্যাচ ধুয়ে যাওয়ায় দুদলের কাছেই ম্যাচ দাঁড়ায় ৮ ওভারের। প্রথমে ব্যাট করে ভারতের শুরুটা ভীষণই খারাপ হয়। খেলার দ্বিতীয় ওভারের টিম সাউদির বলে সাজ ঘরে ফিরে যান ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধবন। এরপর বিরাট কোহলি বেশ কিছু ভালো শট নিয়ে ভারতকে প্রয়োজনীয় অক্সিজেন জোগান। বিরাটের পর মনীশ পান্ডে এবং হার্দিক পাণ্ডিয়া মিলে ভারতের রানকে এগিয়ে নিয়ে যান। নির্ধারিত ৮ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ভারত ৬৭ রান করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও প্রথম দু ওভারেই তাদের দুই ওপেনারকে পর পর হারায়। ভারতের মাপা বোলিংয়ের সামনে কিউয়ি ব্যাটসম্যানেরা কেউই বড়ো রান করতে পারেন নি। নির্ধারিত ৮ ওভার শেষে তারা ৬ উইকেট হারিয়ে করে ৬১ রান।আইসিসি টি২০ ranking: শীর্ষে পাকিস্থান, একধাপ নেমে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *