আইপিএল ২০১৯: ফের আইপিএল হতে পারে দক্ষিণ আফ্রিকায়, সম্ভবনা রয়েছে ইউএইতেও হওয়ার
Royal Challengers Bangalore players arrives to pitch during the final of the Vivo IPL 2016 ( Indian Premier League ) between The Royal Challengers Bangalore and the Sunrisers Hyderabad held at The M. Chinnaswamy Stadium in Bangalore, India, on the 29th May 2016 Photo by Deepak Malik / IPL/ SPORTZPICS

আইপিএল ২০১৯: ফের আইপিএল হতে পারে দক্ষিণ আফ্রিকায়, সম্ভবনা রয়েছে ইউএইতেও হওয়ার 1

আবারও আইপিএল অনুষ্ঠিত হতে পারে দক্ষিণ আফ্রিকায়। সম্প্রতি একটি সর্বভারতীয় দৈনিকের রিপোর্ট অনুযায়ী আগামি বছর অর্থাৎ ২০১৯এ ভারতে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। আর সেই নির্বাচনের কারণেই এই বিলাস বহুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে পারে প্রোটিয়াদের দেশে। প্রসঙ্গত এর আগে ২০০৯ এও নির্বাচনের কারণেই আইপিএল চলে গিয়েছিল দক্ষন আফ্রিকায়। এছাড়াও ২০১৪ তেও এই টুর্নামেন্টের প্রথম ১৫দিন অনুষ্ঠিত হয়েছিল ইউএইতে। এরপর তা ভারতে ফিরেছিল ১ মে, নির্বাচনের শেষ পর্যায়ের ভোটিং অনুষ্ঠিত হওয়ার ১১দিন আগে। এমন সম্ভবনা দেখা দিয়েছে যে যদি ভারতীয় এই টুর্নামেন্টটি সম্পূর্ণ শিফটেড হয় তাহলে তা হবে প্রোটিয়াদের দেশে আর যদি তা আংশিক শিফট হয় তাহলে তা দ্বিতীয়বারের জন্য হবে ইউএইতে। যদিও ওই খবরে আরও প্রকাশিত হয়েছে যে ভারত সরকার সাধারণ এবং বিধানসভা নির্বাচন একই সময়ে আয়োজন করার প্রস্তাব রেখেছে।

আইপিএল ২০১৯: ফের আইপিএল হতে পারে দক্ষিণ আফ্রিকায়, সম্ভবনা রয়েছে ইউএইতেও হওয়ার 2
Royal Challengers Bangalore players arrives to pitch during the final of the Vivo IPL 2016 ( Indian Premier League ) between The Royal Challengers Bangalore and the Sunrisers Hyderabad held at The M. Chinnaswamy Stadium in Bangalore, India, on the 29th May 2016
Photo by Deepak Malik / IPL/ SPORTZPICS

যদি সেই প্রস্তাবটি পাস হয় তাহলে আগামি বছরের তৃতীয় বা চতুর্থ কোয়ার্টারে নির্বাচন অনুষ্ঠিত হতে দেখা যেতে পারে। যদি তা হয় তাহলে আগামি বছর আইপিএল ভারতেই অনুষ্ঠিত হবে। তবে সরকারের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় নি, এবং আগামি বছর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা কেবলমাত্র বর্তমান কর্ম প্রক্রিয়ার পূর্বাভাস বলেই ধারনা করা হচ্ছে। তবে এটা নিশ্চিত যে আগামি বছরের আইপিএল সম্পূর্ণ অথবা আংশিকভাবে অন্য দেশে অনুষ্ঠিত হতে পারে। ভারতের যখনই কোনো নির্বাচন হয়েছে তখন তাতে সবচেয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় সুরক্ষা। তবে আইপিএল ভারতের বাইরে শিফট হওয়া নিয়ে এখনও কোনো মন্তব্য করে নি বিসিসআই। নির্বাচন কমিশনের আগামি বছরের নির্বাচনের তারিখ ঘোষণা করার পরই সম্ভবত তারা এ ব্যাপারে অফিসিয়ালি তাদের মতামত জানাবেন। এদিকে এ বছর আইপিএলের একাদশতম সংস্করণের শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহে। চলতি বছরের আইপিএলে গভর্নিং কমিটির নেওয়া প্লেয়ার রিটেনশনের পদ্ধতি অনুষ্ঠিত হয়েছে গত ৪ জানুয়ারি। এবং নিলাম অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালোরে আগামি ২৭ এবং ২৮ জানুয়ারি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *