আইপিএল ২০১৮: মুম্বাই অধিনায়ক রোহিত শর্মার আশা আইপিএলে তাদের ‘পরিস্থিতি বদলাবে’

গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স তাদের এখনও পর্যন্ত তাদের খেলা পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই পরাজয় লাভ করেছে কিন্তু তাদের অধিনায়ক রোহিত শর্মা সোমবার আশা প্রকাশ করেছেন যে তাদের অতীতের পারফর্মেন্স ঘুচিয়ে পরিস্থিতি তাদের পক্ষে বদলাবে। সোমবার একটি বই প্রকাশের অনুষ্ঠানে এসে রোহিত জানান, “ এখনও পর্যন্ত মুম্বাইয়ের সঙ্গে যা ঘটেছে, এটা তেমন হয়নি যেমনটা আমরা চেয়েছিলাম। কিন্তু আমি মনে করি আমরা পরিস্থিতি বদলে ফেলব যেভাবে আমরা অতীতেও করে এসেছি। আশা করা যায়, আমরা এবারও এটা বদলাব”।

আইপিএল ২০১৮: মুম্বাই অধিনায়ক রোহিত শর্মার আশা আইপিএলে তাদের ‘পরিস্থিতি বদলাবে’ 1

রোহিত ২০১৫ মরশুমের উদাহরণ টেনে দেখিয়েছেন যে সেবার দেরীতে এই প্রতিযোগিতায় ফিরে এসে তারা দুরন্তভাবে তাদের দ্বিতীয় আইপিএল খেতাব জিতে নিয়েছিলেন তাদের প্রথম ৬টি ম্যাচের পাঁচটিতেই তারা হেরে গিয়েও। এই মরশুমেও সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় হাসিল করার আগে তারা এই প্রতিযোগিতার শুরুটা করেছিল খুবই খারাপভাবে তাদের প্রথম তিন ম্যাচ হেরে গিয়ে। যদিও পঞ্চম তথা শেষে ম্যাচে ৩ উইকেটে হেরে গিয়ে পরিস্থিতি খানিকটা কঠিন হয়ে পড়েছে তিনবারের চ্যাম্পিয়নদের প্লে অফে যাওয়ার ব্যাপারে।

আইপিএল ২০১৮: মুম্বাই অধিনায়ক রোহিত শর্মার আশা আইপিএলে তাদের ‘পরিস্থিতি বদলাবে’ 2

আগামি কাল তারা ঘরের মাঠে খেলতে নামবে সানিরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। যদি এই ম্যাচেও তারা জিততে না পারেন সেক্ষেত্রে তারা ছিটকে যেতে পারেন লিগ পর্যায় থেকে। যা কোনও মতেই চাইবেন না মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়াররা। ফলে গত কাল তাদের মরণ বাঁচন ম্যাচ, যা তারা জিততে মরিয়া থাকবে বলেই বিশেষজ্ঞ মহলের ধারনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *