অস্ট্রেলিয়ার টি-২০ দলের কোচ হচ্ছেন রিকি পন্টিং! 1

সিডনি, ৩০ অক্টোবর: টেস্ট ও একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার সাফল্য নিয়ে প্রশ্ন তোলার কোন জায়গাই নেই। বিশ্ব ক্রিকেটে অজিদের সবথেকে সফল দেশের তকমা দেওয়া যেতেই পারে। এই দুই বিভাগে সেরা হলেও, টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ানদের পারফরমেন্স একেবারেই ভাল নয়। আর এবার এই ফর্ম্যাটে সাফল্য পেতে অজিদের টি-২০ দলের কোচ হতে পারেন প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। তবে, সেটি শুধুমাত্র নির্দিষ্ট একটি সিরিজের জন্য। শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী ফেব্রুয়ারিতে তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলবে অজিরা। সেখানেই কোচ হিসেবে দেখা যেতে পারে ‘পান্টার’কে।

২০১৭ সালে ২২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচ খেলবে অজিরা। এর ১৬ ঘণ্টা পরই ভারতের মাটিতে বর্ডার-গাভসকর টেস্ট ম্যাচ খেলতে নামবে স্টিভ স্মিথের দল। তাই, টি-২০ দলটিকে নিয়ে কাজ করার জন্য আলাদা কোন কোচ চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সেক্ষেত্রে এগিয়ে পন্টিং। এই প্রসঙ্গে পন্টিং বলেন, ‘কি হতে চলেছে সেটা নিয়ে আমি এখনও নিশ্চিত নয়। তবে ওই সময় দলের প্রধান কোচ ড্যারেন লেহম্যান ভারতে থাকবেন। তাই বোর্ডের জন্য টি-২০ দলের কোচ প্রয়োজন।’

এরই সঙ্গে ৪১ বছর বয়সী পন্টিং আরও যোগ করেন, ‘এখন দেখা যাক কি হয়। আশা করি কয়েক মাসের মধ্যেই এ ব্যাপারে বোর্ড থেকে একটা ঘোষণা করা হবে। আমিই যে টি-২০ দলের কোচ হব, সেটি নিশ্চিত নয়। তবে এটা বলতে পারি বাছাইয়ের পর্বের পরেই দলের কোচ নির্বাচন করা হবে।’

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *