অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ : ভারতের বোলাররা পাক ব্যাটসম্যানদের উপর জাদুটোনা করেছে বলে দাবী করলেন পাকিস্থান যুব দলের ম্যানেজার নাদীম খান

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ : ভারতের বোলাররা পাক ব্যাটসম্যানদের উপর জাদুটোনা করেছে বলে দাবী করলেন পাকিস্থান যুব দলের ম্যানেজার নাদীম খান 1

‘নাচতে না জানলে উঠোন বেঁকা’। চিরাচরিত এই বাংলা প্রবাদটিই এই মুহুর্তে পাকিস্থানের যুব ক্রিকেট দলের ম্যানেজারের সঙ্গে সমার্থক হয়ে বসেছে। নিউজিল্যান্ডে আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের কাছে চুড়ান্তভাবে নাস্তানাবুদ হয়ে হার মেনেছিল পাকিস্থান যুব দল। ভারতের কাছে ২০৩ রানে পাহাড় প্রমান ব্যবধানে হারার পর এই হারের কোনো রকম ব্যাখাই খুঁজে পাচ্ছেন না পাকিস্থানের ক্রিকেট বিশেষজ্ঞরা। সেমিফাইনালে চির শত্রু ভারতের হাতে লজ্জাজনক ৬৯ রানে অলআউট হওয়ার লজ্জার কথা কিছুতেই ভুলতে পারছে না পাকিস্থানীরা। এরই মধ্যে পাকিস্থান ক্রিকেট দলের ম্যানেজার নাদিম খানের অক্রিকেটিয় উবাচের সঙ্গে একমাত্র তুলনা চলে ওই বাংলা প্রবাদটিরই। তিনি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “সেমিফাইনালে পাকিস্থানী ব্যাটসম্যানদের উপর জাদু টোনার প্রভাব পড়েছিল বলে মনে হয়”। যার পর চারদিক থেকেই সমালোচনার ঝড় বয়ে যায়। কে এই নাদিম খান? বলে রাখা ভাল নাদিম পাকিস্থানের বিখ্যাত উইকেট কীপার তথা প্রাক্তন অধিনায়ক মইন খানের বড় ভাই। তার ক্রিকেট কেরিয়ারও খুব একটা সুবিধের নয়।

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ : ভারতের বোলাররা পাক ব্যাটসম্যানদের উপর জাদুটোনা করেছে বলে দাবী করলেন পাকিস্থান যুব দলের ম্যানেজার নাদীম খান 2

তিনি পাকিস্থানের হয়ে মাত্র ২টি টেস্ট এবং ২টি ওয়ান ডেতে খেলেই নিজের কেরিয়ার শেষ করেছিলেন। এহেন নাদিমের এমন বক্তব্য শুনে অনেকেই মনে করছেন যে পাক ম্যানেজার হিসেবে নাদিমের ভারতের বিরুদ্ধে এই হার মেনে নিতে পারছেন না বলেই তিনি এমন আলৌকিক তথ্যের কথা তুলে এনেছেন। নাদিম পিটিআইকে আরও জানান যে, “ ভারতের সঙ্গে একটা তীব্র লড়াই আশা করেছিলাম। সেটাই দেখাতে পারল না আমাদের ছেলেরা। রান তাড়া করতে নাএমে মাত্র ৬৯ রানে গুটিয়ে গেলাম আমরা। পাকিস্থান যখন ব্যাট করছিল মনে হচ্ছিল কেউ জাদুটোনা করেছে আমাদের ব্যাটসম্যানদের উপর”। যেভাবে ভারতীয় বোলাররা চেপে ধরেছিল পাকিস্থানকে তাতে পাকিস্থানের ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের আক্রমণের সামনে দিশেহারা হয়ে পড়েছিল।

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ : ভারতের বোলাররা পাক ব্যাটসম্যানদের উপর জাদুটোনা করেছে বলে দাবী করলেন পাকিস্থান যুব দলের ম্যানেজার নাদীম খান 3

নাদিম আরও বলেন, “ আমাদের ছেলেরা দিশাহারা হয়ে পড়েছি। কি হচ্ছে কেউ বুঝে উঠেতেই পারে নি। প্রতিরোধ গড়া তো দূরের কথা”। এতদিন ভারত পাকিস্থানের ক্রিকেট মানেই একটা যুদ্ধের আবহাওয়া, ভারতীয় ব্যাটসম্যান বনাম পাকিস্থানী বোলার। তবে সেই অঙ্ক এবার উলটে দিয়েছেন তরুণ ভারতীয় বোলাররা। ভারতীয় পেসারদের দাপটে নাকানি চোবানি খেয়েছেন পাক ব্যাটসম্যানরা। আর শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের জবাব খুঁজে না পেয়ে আশ্রয় নিয়েছেন জাদু টোনার মত আলৌইক ঠুঁটো যুক্তির। যা দেখে শুনে তাজ্জব তামাম ক্রিকেট বিশ্ব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *