১০ বলে ৮ উইকেট। এমন অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকল অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট। এমন রুদ্ধশ্বাস কান্ড ঘটিয়ে নিজেও হতবাক অজি ক্রিকেটার নিক গুডেন। সেই সঙ্গে বাকরুদ্ধ বিশ্ব ক্রিকেটের মানুষও। সম্প্রতি সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের তরফে প্রকাশিত খবরে জানা গেছে অস্ট্রেলিয়ার স্থানীয় গিপসল্যান্ড ক্রিকেট টুর্নামেন্টে ইয়ালর্ন নর্থ দলের হয়ে খেলতে নামেন নিক। মরশুমে প্রথমবার খেলতে নামা এই ডান হাতি জোরে বোলার মাত্র ১০ বলে বিপক্ষের ৮ জন ব্যাটসমানকে প্যাভিলিয়নের রাস্তা দেখান। এমন অবিশ্বাস্য কান্ড ঘটানোর পথে হ্যাটট্রিকসহ পরপর ৫ বলে ৫টি উইকেট নেন গুডেন। ইয়ালর্ন নর্থ দলের হয়ে শেষবার তিনি মাঠে নেমেছিলেন গত বছর ডিসেম্বরে। প্রসঙ্গত কয়েকদিন আগেই অন্য একটি খেলায় পশ্চিম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ডিভিসনের দল ওয়েস্ট আগুস্তার ক্রিকেটার জোশ ডানস্টান ৩০৭ রান করার পথে ৪০ টি ছক্কা হাঁকিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন। সেই রেকর্ডের রেশ কাটতে না কাটতে ফের নিক গুডেনের এই কান্ড। কী বলছেন এমন কান্ড ঘটানোর নায়ক! গুডেন জানিয়েছেন তাদের দলের লক্ষ ছিল দ্রুত প্রতিপক্ষকে আউট করে তারা বিয়ারে চুমুক দেবেন। আর তা করতে গিয়ে এমন রেকর্ড হবে তা তিনি ভাবতে পারেন নি। অবশ্য ভেবে চিন্তে কি আর রেকর্ড করা যায়! তবে আপাতত বিশ্ব ক্রিকেটের চর্চার বিষয় নিক গুডেন।
১০ বলে ৮ উইকেট! ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য রেকর্ড তরুণ পেসারের!
