নতুন মোড় নিল শামি জাহান কান্ড। এবার শামীর বিরুদ্ধে হাসিনের আনা অভিযোগের ভিত্তি খতিয়ে দেখতে বোর্ড নিযুক্ত দুর্নীতি দমন শাখার আধিকারিকরা এবার জেরা করতে চলেছে ভারতীয় জাতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীকে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত রিপোর্টে এমনটাই দাবী করা হয়েছে। শুধু শাস্ত্রী নন, জেরা করা হবে জাতীয় দলের শামীর সতীর্থ অন্যান্য ক্রিকেটারদেরও। রবিবার নিদাহাস ট্রফির ফাইনালে ভারত বাংলাদেশ ম্যাচের পর সোমবারই দেশে ফিরবেন ভারতীয় ক্রিকেটাররা। সোমবারই দেশে ফিরেই তদন্তকারী আধিকারীকদের সামনে বসবেন ক্রিকেটাররা। ওই রিপোর্টে প্রকাশিত খবরে এমনটাই বলা হয়েছে।
কারণ মঙ্গলবারই শেষ হচ্ছে তদন্তকারী দলকে দেওয়া সময়সীমা। মঙ্গলবারই জমা দিতে হবে এই তদন্তের রিপোর্ট। প্রসঙ্গত এর আগেই আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকেও শামীকে নিয়ে একপ্রস্থ আলোচনা করা হয়েছে বলে জানা গেছে। ওই বৈঠকে স্বয়ং সৌরভ গাঙ্গুলী উপস্থিত ছিলেন। জানা গিয়েছে ওই বৈঠকে সৌরভ শামীর পক্ষ নিয়ে কথা বলেছিলেন। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে আরও দাবী করা হয়েছে যে ওই বৈঠকে শামীকে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। অন্যদিকে মঙ্গলবার দুর্নীতিদমনকারী শাখার তদন্ত রিপোর্ট জমা পড়ার পর বোঝা যাবে যে শামী আদৌ দোষী কি না। কারণ সেই রিপোর্টের উপরই নির্ভর করবে শামীর ভবিষ্যৎ।