শ্রীলঙ্কায় গিয়ে সুইমিংপুলে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু 1

শ্রীলঙ্কায় গিয়ে সুইমিংপুলে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু 2

শ্রীলঙ্কা সফরে গিয়ে প্রাণ হারাতে হল ভারতীয় এক ক্রিকেটারের। বিরাট কোহলিদের পাশাপাশি শ্রীলঙ্কা সফরে ভারতের অনূর্ধ্ব-১৭ দল টুর্নামেন্ট খেলতে গিয়েছিল। ১৯ সদস্যের ভারতীয় দলের এক ক্রিকেটার সেখানে পানিতে ডুবে মারা যায় বলে জানা গেছে। মৃত ক্রিকেটারের নাম প্রকাশ করা না হলেও জানা যায় স্কুল ক্রিকেটে তিনি গুজরাটের হয়ে খেলেছেন। শ্রীলঙ্কান মিডিয়া সূত্রের খবর, বছর বারোর ওই ক্রিকেটার মঙ্গলবার তার ৪ সতীর্থ ক্রিকেটারের সঙ্গে সুইমিং পুল সেশনে নেমেছিল। তখনই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। সুইমিং পুলে ডুবে মারা গুজরাটের ওই নবীন ক্রিকেটারকে সুইমিং পুল থেকে উদ্ধার করে যখন পামুনুগামা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত মঙ্গলবার রাতে টিম হোটেলের সুইমিং পুলে ডুবে যান তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। আজ বুধবারই শ্রীলঙ্কা সফরে শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। তার আগেই দুঃসংবাদ। সুইমিং পুলে ডুবে মারা গেলেন অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের ক্রিকেটার। শ্রীলঙ্কান পুলিশ ঘটনার কথা স্বীকার করলেও ক্রিকেটারের নাম এখনও প্রকাশ্যে আনেনি। গুজরাটের বারো বছরের এই ক্রিকেটার দলের চার সদস্যের সঙ্গে পামুনুগামা হোটেলের সুইমিং পুলে গিয়েছিল। কিন্তু সুইমিং পুলের জলে ডুবে যায় সে।

 

তাকে উদ্ধার করে দ্রুত পামুনুগামা হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার তদন্ত করছে পামুনুগামা পুলিশ। ক্রিকেটারের দেহ তদন্তের জন্য রাগামা টিচিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়ে ১৯ সদস্যের অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের এই ক্রিকেটার গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টিমের চার সদস্যের সঙ্গে সুইমিং পুলে গিয়েছিল। সেখানে সাঁতার কাটতে গিয়ে ডুবে গুজরাটের এই ক্রিকেটার।

 

এই ক্রিকেটারের শ্রীলঙ্কার পামুনুগামাতে সুইমিংপুলে ডুবে যাওয়া এবং মারা যাওয়া নিয়ে ভারতের ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পামুনুগামার হোটেলে যেখানে একসঙ্গে রাখা হয়েছে অনুর্ধ্ব ১৭-র ওই ১৯ জন ভারতীয় ক্রিকেটারকে, সেখানে কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা? নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে ক্রিকেট মহল। চার জন ক্রিকেটার যখন পুল সেশন করছেন তখন কোথায় ছিলেন দলের কোচিং স্টাফরা? কেন ছিল না লাইভ সেভার? এই সমস্ত একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে শ্রীলঙ্কার পুলিশ।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *