শ্রীলঙ্কান ক্রিকেটারের অমার্জিত আচরণে ইডেনে কলঙ্কিত ভদ্রলোকের খেলা 1

বেঙ্গালুরু টেস্টের বিতর্কিত স্মৃতি ফের তাজা হয়ে উঠল ইডেনের বুকে। রবিবার ভারত-শ্রীলঙ্কা তিন ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে কলকাতা ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার ক্রিকেটারের প্রবঞ্চনায় কলঙ্কিত টেস্ট ক্রিকেট। এবছরের শুরুতেই এরকমই ঘটনা দেখেছিল ক্রিকেট বিশ্ব। সেবার অতিথি টিম অস্ট্রেলিয়া ডিআরএস নিয়ে ছলনা করার চেষ্টা করেছিল ভারতীয় দল সহ ক্রিকেট প্রেমীদের সঙ্গে। এবার ক্রিকেটের স্বর্গোদ্য়ানে আম্পায়ার ডিসিশন রিভিউ সিস্টেম নিয়ে বিতর্ক খাড়া করলেন শ্রীলঙ্কান দিলরুয়ান পেরেরা। ক্রিকেটের মতো ভদ্রোলোকের খেলায়, এমন আচরণ সত্য়িই  দুর্ভাগ্য়জনক।

ইডেন টেস্টের চতুর্থ দিন সাতান্নতম ওভারের শেষ বলটি করার পর ভারতের পেস বোলার মহম্মদ সামি  শ্রীলঙ্কান ব্য়াটসম্য়ান দিলরুয়ান পেরেরার বিরুদ্ধে আউটের আবেদন জানান। সামির করা ডেলিভারি অফ-স্টাম্পের সামনে পেরেরার ব্য়াক-প্য়াডে লাগে। ফলে, আউটের আবেদন জানান সামি এবং আম্পায়ার তাঁকে আউট দেন। দিলরুয়ান প্য়াভিলিয়ানের দিকে হাঁটা শুরু করার পর আচমকা পিছন ফিরে এসে ডিআরএস চান। আশ্চর্যের বিষয়, সে সময় অপরপ্রান্তে থাকা ব্য়াটসম্য়ান রঙ্গনা হেরাথ তাঁর দিকে পিঠ ফিরিয়ে ছিলেন। ফলে, তাঁর পক্ষে পেরেরাকে কোনও রকম উপদেশ সম্ভব  ছিল না।

পরে ভিডিও রিপ্লেতে দেখা যায়, পেরেরা যখন প্য়াভিলিয়নে ফিরছেন সেই সময় শ্রীলঙ্কার ড্রেসিং রুম থেকে আচমকা একটা বা দুটো হাত ওপরে ওঠে। আর তখনই পেরেরা ফিরে এসে রিভিউ চান। ডিআরএস নেওয়ার পর সিদ্ধান্ত ব্য়াটসম্য়ানের পক্ষে যায়। কারণ, বল অফ-স্টাম্প ছেড়ে বেরিয়ে যেত।

দেখে নিন আউটের আবেদনের সেই ভিডিওটি –

https://twitter.com/84107010ghwj/status/932137181346521089

একই রকম ঘটনা ভারত- অস্ট্রেলিয়া সিরিজের সময় ঘটেছিল এবছরের গোড়ার দিকে। অজি অধিনায়ক স্টিভ স্মিথ ড্রেসিং রুম থেকে সাহায্য় নিয়ে রিভিউ সিস্টেম ব্য়বহারের ক্ষেত্রে ছলনা করার চেষ্টা করেছিলেন। তবে, এবার পেরেরা চোখে ধুলো দিতে সক্ষম হলেও, সেবার ভারত অধিনায়ক বিরাট কোহলি হাতেনাতে ধরে ফেলেছিলেন বিপক্ষ দলের অধিনায়ককে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *