বিশ্বকাপে ভারতীয় স্পিন বিভাগে কারা খেলবেন মুখ খুলনে নির্বাচক প্রধান

বিশ্বকাপে ভারতীয় স্পিন বিভাগে কারা খেলবেন মুখ খুলনে নির্বাচক প্রধান 1

২০১৯ বিশ্বকাপের বাকি আর মাত্র দেড় বছর। তার আগে গত ২ বছর ধরেই দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। ঘরের মাঠে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার পর দক্ষিণ আফ্রিকাতেও তারা রয়েছে স্বমূর্তিতেই। যদিও টেস্ট সিরিজে ভারতকে হারিয়ে দিয়েছে প্রোটিয়া বাহিনী, তা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে কার্যত তাদের নাকানিচোবানি খাইয়েছে বিরাট বাহিনী। ক্রিকেট ইতিহাসে এই প্রথম ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে হেরেছে ডেভিলিয়ার্সরা। ফলে দেশের সমর্থকদের বিরাট বাহিনীর উপর ভরসা বেড়েছে চর্তুগুন। এখন প্রশ্ন হল বিশ্বকাপের মত বড় মঞ্চে বিরাটের এই দলটাই খেলবা নাকি নতুন কোনো বদল দেখা দেবে? কি বলছেন ভাতের নির্বাচক প্রধান তথা প্রাক্তন ভারতীয় উইকেটকীপার এমএসকে প্রসাদ? একটি বহুল প্রচারিত সর্বভারতীয় দৈনিক দাবী করেছেন তাদের কাছে মুখ খুলেছেন প্রসাদ। প্রাসাদ নাকি তাদের জানিয়েছে যে চহাল কুলদীপের মতো রিস্ট স্পিনারদের ভারতীয় দলে জায়গা দিয়ে তারা বোলিং বিভাগকে আরও উন্নত করার পাশাপাশি স্পিনিং বিভাগকে আরও শক্তিশালী করতে চেয়েছেন।

বিশ্বকাপে ভারতীয় স্পিন বিভাগে কারা খেলবেন মুখ খুলনে নির্বাচক প্রধান 2

ভারতীয় নতুন স্পিন জুটির প্রশংসা করে প্রসাদ ওই দৈনিকে জানিয়েছেন, “ এখনও পর্যন্ত কুলদীপ এবং চহাল দুর্দান্ত খেলছে”। এই নতুন জুটিকেই কি দেখা যাবে বিশ্বকাপে নাকি জাদেজা অশ্বিনকেই খেলাবেন তারা? এ ব্যাপারে যদিও স্পষ্ট করে কিছু বলেন নি ভারতীয় নির্বাচক প্রধান। এ ব্যাপারে তার বক্তব্য হল, “আগামি বিশ্বকাপে কোন স্পিন জুটি খেলবে খেলানো হবে সে ব্যাপারে সঠিক সময়েই সিদ্ধান্ত নেবেন টিম ম্যানেজমেন্ট”।

বিশ্বকাপে ভারতীয় স্পিন বিভাগে কারা খেলবেন মুখ খুলনে নির্বাচক প্রধান 3

তবে প্রসাদ স্পষ্ট করে কিছু না বললেও ভারতীয় বিশেষজ্ঞ মহলের ধারণা বিশ্বকাপের ১৫ মাস বাকি, এই অবস্থায় কুলদীপ এবং চহেল যে ফর্মে রয়েছেন তাতে করে তাদের সরিয়ে অশ্বিন জাদেজা জুটির প্রথম একাদশে ফেরা যথেষ্টই মুশকিল। অন্যদিকে যেভাবে নিজেদেরকে তুলে ধরেছেন ভারতীয় নতুন স্পিন জুটি তাতে হয়ত আফগানিস্থানের বিরুদ্ধেও তাদের খেলানো হতে পারে। আর যদি তাই হয় তাহলে একদিনের ক্রিকেটের পর টেস্ট দল থেকেও ছিটকে যাবেন অশ্বিন জাদেজা। ফলে নির্বাচক প্রধানের বক্তব্য যাই হোক, খুব বড়ো অঘটন না ঘটলে ইংল্যান্ড বিশ্বকাপে কুলদীপ চহেলই ভারতের বাজি হতে চলেছে।

বিশ্বকাপে ভারতীয় স্পিন বিভাগে কারা খেলবেন মুখ খুলনে নির্বাচক প্রধান 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *