বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে সোশ্য়াল নেটওয়ার্কিং সাইট ট্য়ুইটারে ফ্লার্ট করার জন্য় ক্রিকেট অনুরাগীদের কাছে কড়া কথা শুনতে হল ভারতীয় দলের তরুণ ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে। গত শনিবার পরিণীতির একটি ট্য়ুইটের জবাবে হার্দিক কোনওরকম রাখঢাক না করেই ফ্লার্টিং করা শুরু করেন। আর তার জবাব বেশ প্রেম মাখা ট্য়ুইটেই দিয়েছেন বলিউডের নায়িকা। আর তারপর থেকেই পরিণীতি-হার্দিকের প্রেম কাহিনী নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গ্ল্য়ামার জগতে। হার্দিকের সঙ্গে তাঁর প্রেম করার খবর ছড়িয়ে পড়ার পর পরিণীতির অগণিত ফ্য়ানের মন ভেঙেছে। তাছাড়া, পরিণীতি তাঁর প্রেম করার খবর নিয়ে যেমন কিছু জানানি, তেমন আপত্তিও জানাননি। ফলে ক্রিকেটার ও বলিউডের নায়িকার প্রেম কাহিনী জল্পনাটা আরও বেশি করে বেড়ে গিয়েছে। আর নায়িকা যখন পরিণীতির মতো একজন সুন্দরী, তখন এনিয়ে কথা হওয়াটাও স্বাভাবাকি।
বর্তমান ভারতীয় ক্রিকেটের দিকে নজর দিলে বিরাট জমানায় ‘মেন ইন ব্লু‘ টিমে সেরা আবিষ্কার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বল হাতে যেমন তাঁর মিডিয়াম পেস বোলিং উপকারী, তেমন ব্য়াটহাতে তাঁর যোগদানও নজর কাড়া। যে কোনও সময়ে হার্দিক যে কতটা বিস্ফোরক হয়ে উঠতে পারেন, তা শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে দেখিয়ে দিয়েছেন তিনি। একদিনের সিরিজেও বলহাতে নজর কেড়েছেন তিনি। ২০১৯ বিশ্বকাপ জয়ের জন্য় বিরাটের টিমের গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে চলেছেন বলে এখন থেকেই তাঁকে ধরে নেওয়া হয়েছে। শচীন তেন্ডুলকরের মতো ক্রিকেট ব্য়ক্তিত্ব হার্দিকের খেলায় এতটাই মুগ্ধ যে ক্রিকেট গড তাঁকে বেশি করে টেস্ট ম্য়াচ খেলার পরামর্শ দিয়েছেন। তাই বলিউডের নায়িকার প্রেমে পড়ে উজ্জবল ভবিষ্য়ৎ নষ্ট না করার পরামর্শ দিয়েছেন ফ্য়ানেরা। তবে, ফ্য়ানেদের বলার ভঙ্গিমা সবসময় উপদেশ বা পরামর্শ দেওয়ার গণ্ডিতে থাকে না। বেশিরভাগ সময়তেই তা খোঁচা দেওয়ার পর্যায়ে চলে যায়। আবার অনেকে মজা করে বলছেন, আসলে পরিণীতির ফ্য়ানেদের পোড়া হৃদয়ের গন্ধ বেশ পাওয়া যাচ্ছে সোশ্য়াল মিডিয়াতে।
দোসরা সেপ্টেম্বর পরিণীতি একটি খালি সাইকেলের ছবি দিয়ে ট্য়ুইট করেন, ”উত্তম সফর সবচেয়ে দারুণ সঙ্গীর সঙ্গে। (এরপর কয়েকটি ভালোবাসার ইমোজি যোগ করেছেন পরিণীতি) বাতাসে প্রেমের আবেশ। (সঙ্গে চুমুর ইমোজি)”। এই ট্য়ুইটের জবাবে হার্দিক ট্য়ুইট করেন, ”আমি কি অনুমান করতে পারছি? আমার মনে হয়, এটা বলিউড আর ক্রিকেটের দ্বিতীয় কাহিনী! তবে, ছবিটা খুব সুন্দর তোলা হয়েছে।” তার জবাবে পরিণীতি ট্য়ুইট করেন, ”হাহা…হয়ত, আবার হয়ত না। তবে, এটা বলতে পারি, ছবিতেই সূত্র দেওয়া আছে।”
পরিণীতির সঙ্গে এভাবে ফ্লার্ট করতে দেখে এক ফ্য়ান হার্দিকের উদ্দেশে ট্য়ুইট করেন, ”হ্য়াঁ ভাই প্রেমপর্ব তো চলতেই থাকবে। কিন্তু, আগে নজর দাও, নাহলে শুধু ওই বাই-সাইকেল চালিয়েই কাটাতে হবে।”
ha bhai ye love shuv to chalta rahega lekin age dyan do varna sirf bicycle ki hi sawari karni padegi…???
— Murlidhar Rathod (@MurlidharR777) September 3, 2017
আরেক ফ্য়ানের ট্য়ুইট, ”ছেলেটা হিরোইনের ওপর লাট্টু হয়ে গিয়েছে। খেলায় মনোযোগ দাও ভাই।”
ladka heroine k upar lattu ho chuka hai. game pe dhyan de bhai.
— Liku Manahira ? (@LikuManahira) September 2, 2017
এক ফ্য়ান বেশ চিন্তিত হয়ে লিখেছেন, ”ভাই খেলায় মন দাও, নাহলে যেটা পেয়েছ, সেটাও থাকবে না।”
Bhai focous on your game.otherwise you will loose everything you gained.
— Bireswar Mishra (@alex_bireswar) September 3, 2017
এরকম আরও অনেকে পরামর্শ হার্দিকের উদ্দেশে ছুঁড়ে দিয়েঠেন ফ্য়ানেরা।
এদিকে, পরে পরিণীতি একটি ভিডিও ট্য়ুইটে জানান, তাঁর ওই ট্য়ুইটের কারণ নতুন শাওমি ফোন। শীঘ্রই ভারতের বাজারে ওই চিনা মোবাইল কোম্পানির ফ্ল্য়াগশিপ ফোন রেডমি ফাইভ এক্স আসতে চলেছে।