নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে বিরাটরা টি-২০ সিরিজে জিতলে লাভ পাকিস্তানের - দেখে নিন কেন এমন বলছে আইসিসি! 1

পয়লা নভেম্বর থেকে ভারত ও নিউজিল্য়ান্ডের মধ্য়ে টি-২০ সিরিজ শুরু হচ্ছে। তিন ম্য়াচের সিরিজে ভারত যদি নিউজিল্য়ান্ডকে হারায়, তাতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সুবিধা করে দেবে ভারত। কারণ, সেক্ষেত্রে কিউয়িদের সরিয়ে আইসিসি টি-২০ ব়্য়াঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসবে পাক টিম। মঙ্গলবার (৩১ অক্টোবর) আইসিসি একটি বিবৃতি প্রকাশ করে এই কথা জানিয়েছে সংবাদমাধ্য়মকে। এমনকি ভারত যদি ৩-০ ব্য়বধানের পরিবর্তে ২-১ ব্য়বধানেও সিরিজ দখল করে, তাহলেও কোনওভাবে পাকিস্তানের সুবিধা আটকানো যাবে না।

বিবৃতিতে আইসিসি বলছে, আসন্ন তিন ম্য়াচের টি-২০ আন্তর্জাতিক সিরিজে ভারত যদি নিউজিল্য়ান্ডকে হারায়, তাহলে পাকিস্তানকে বড় রকমের সুবিধা করে দেবে। তাদের চির-প্রতিদ্বন্দ্বী ব়্য়াঙ্কিংয়ে শীর্ষে উঠে আসবে।

নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে বিরাটরা টি-২০ সিরিজে জিতলে লাভ পাকিস্তানের - দেখে নিন কেন এমন বলছে আইসিসি! 2
Kolkata: Indian wicket keeper M.S.Dhoni inspecting the pitch during the practice session ahead of the 3rd ODI against England at Eden Garden in Kolkata on Saturday. PTI Photo by Swapan Mahapatra(PTI1_21_2017_000088B)

১২৫ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টি-২০ টিম ব়্য়াঙ্কিংয়ে নিউজিল্য়ান্ড এখন এক নম্বর দল। তারপরেই ১২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। আর ১১৬ পয়েন্ট নিয়ে বর্তমানে টি-২০ ফরম্য়াটে ভারতের স্থান পাঁচ নম্বরে।

 

ব়্য়াঙ্কিংয়ের হিসেব-নিকেশ কি বলছে?

নিউজিল্য়ান্ড যদি সিরিজ জেতে, তাহলে এক নম্বর স্থানটা তারাই ধরে রাখবে। ১-২ ব্য়বধানে ভারতকে হারালে এক পয়েন্ট যোগ হবে কিউয়িদের বর্তমান রেটিংয়ের সঙ্গে। তবে, ০-৩ ব্য়বধানে বিরাটদের টিমকে ক্লিন সুইপ করতে পারলে পয়েন্ট সংখ্য়া গিয়ে দাঁড়াবে ১৩২-এ।

উল্টো দিকে, ভারত যদি সিরিজ জিতে নেয়, তাহলে পাকিস্তানের এক নম্বরে উঠে আসা কেউ ঠেকাতে পারবে না। আইসিসি জানিয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ ফলে সিরিজ জিতে এক পয়েন্ট পেয়েছে পাক টিম, ফলে নিউজিল্য়ান্ডের সঙ্গে তাদের রেটি পয়েন্টের ব্য়বধানে কমে গিয়েছে।নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে বিরাটরা টি-২০ সিরিজে জিতলে লাভ পাকিস্তানের - দেখে নিন কেন এমন বলছে আইসিসি! 3

১১৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকা ভারত ৩-০ ফলে জিতলে দ্বিতীয় স্থানে উঠে আসবে ১২২ পয়েন্ট নিয়ে। ১২৪ নিয়ে পাকিস্তান এক নম্বরে থাকবে। নিউজিল্য়ান্ড সিরিজ হারা মানেই এগারো পয়েন্ট খুইয়ে ১১৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নেমে আসবে। তবে, ভারত ২-১ ব্য়বধানে সিরিজ দখল করলে নিউজিল্য়ান্ড চার পয়েন্ট নিয়ে খুইয়ে দ্বিতীয় স্থানে নেমে আসবে পাকিস্তানকে এক নম্বরে জায়গা করে দিয়ে।

 নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে বিরাটরা টি-২০ সিরিজে জিতলে লাভ পাকিস্তানের - দেখে নিন কেন এমন বলছে আইসিসি! 4

শীর্ষে বুমরাহ

ভারতের তরুণ পেস বোলার টি-২০ ক্রিকেটে এক নম্বর বোলার হিসেবে মাঠে কোটলায় নামবেন বুধবার। আইসিসি এব্য়াপারে বলেছে, পাকিস্তান-শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ টি-২০ সিরিজের পর ব়্য়াঙ্কিং আপডেট করা হয়েছে। ভারতের পেস বোলার জসপ্রীত বুমহার এখন টি-২০ ক্রিকেটের এক নম্বর বোলার ব়্য়াঙ্কিং অনুযায়ী। বুমরাহর এক নম্বরে উঠে আসার কারণ পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের দ্বিতীয় স্থানে নেমে যাওয়া।

উল্লেখ্য়, ভারত ও নিউজিল্য়ান্ড তাদের দ্বিতীয় ও তৃতীয় টি-২০ আন্তর্জাতিক ম্য়াচটি খেলবে চার ও সাত নভেম্বর রাজকোট ও তিরুবনন্তপুরমে।নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে বিরাটরা টি-২০ সিরিজে জিতলে লাভ পাকিস্তানের - দেখে নিন কেন এমন বলছে আইসিসি! 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *