ভারতীয় মডেল এবং বিগবসের বিতর্কিত প্রতিযোগী আরশি খান আফসোস করলেন তার তিন বছর আগে করা একটি টুইট নিয়ে। আফসোস করে তিনি জানিয়েছেন যে তিন বছর আগে পাকিস্থানের তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদির সঙ্গে তার শারীরিক সম্পর্ক নিয়ে টুইট করে তিনি ভুল করেছিলেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী অভিনেতা রাজীব খান্ডেলওয়ালের সঞ্চালিত একটি টিভির চ্যাট শোয়ে একটি প্রশ্নের উত্তরে ওই টুইট নিয়ে মন্তব্য করেন আরশি।
আরশি। ‘জসবাত’ নামে ওই চ্যাটে শোয়ে আরশি জানান, “মিস্টার আফ্রিদিকে আমি ভীষণ শ্রদ্ধা করি। আমার জন্য আফ্রিদি সাহেব অনেক কিছুই করেছেন। ওই টুইট করাটা আমার ভুল হয়েছে এবং ওই রকম একটি সেনসিটিভ বিষয়কে প্রকাশ্যে বলা আমার উচিত হয় নি”। এই পরসঙ্গে আপনাদের জানিয়ে রাখা ভাল যে ২০১৫য় নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করে এই জনপ্রিয় মডেল জানিয়েছিলেন যে তিনি শারীরিক সম্পর্কে করেছেন আফ্রিদির সঙ্গে।
এমনকী ভারতীয় মিডিয়াকে এক হাত নিয়ে ওই টুইটে আরশি আরও লেখেন, “ আমি কার সঙ্গে শোবো তার জন্য কি আমাকে ভারতীয় মিডিয়ার পারমিশান নিতে হবে? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে এটাই প্রেম”। এরপরে তিনি একটি জনপ্রিয় টিভি শোয়েও অতিথি হিসেবে এসে দাবী করেন যে পাকিস্থানের তারকা অলরাউন্ডার বুম বুম শাহিদ আফ্রিদির সঙ্গে তার শারীরিক সম্পর্ক রয়েছে। ভারতে এলেই তিনি আফ্রিদির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন।
এমনকী তিনি শাহিদের মাধ্যমে গর্ভবতীও হয়েছেন। পরে অবশ্য প্রকাশ্যেই তিনি বলেন তিনি সেটা মজা করে বলেছিলেন। প্রসঙ্গত বলিউড অভিনেতা রাজীব খান্ডেলওয়ালের ওই চ্যাট শোয়ে আরশির সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরেক বিতর্কিত বলিউড মডেল অভিনেত্রী রাখি সাওয়ান্তও। স্বভাবতই আরশির এহেন মন্তব্যে অনেকেই বিস্মিত হয়েছেন।
এই সেই টুইট যা তিনি বছর আগে করেছিলেন আরশি
Yes, I had sex with Afridi! Do I need the Indian media's permission to sleep with someone? It's my personal life. For me it was love.
— Arshi Khan❤️? (@ArshiKOfficial) September 8, 2015
এছাড়াও সোশ্যাল মিডিয়ায় আফ্রিদিকে নিয়ে একটি ভিডিও পোষ্ট করেন আরশি যা তুমুল ভাইরাল হয়ে যায়। দেখে নিন সেই ভিডিওটিও।