ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে দক্ষিণ আফ্রিকার জোরে বোলার লুঙ্গি এনগিডি তার প্রথম আইপিএল ম্যাচ খেললেন। নিজের বোলিংয়ে সকলকেই প্রভাবিত করেছেন তিনি। নিজের কোটার চার ওভার বল করে ২৬ রান দিয়ে এক উইকেট নেন, কিন্তু ওই এক উইকেটই চার উইকেটের সমান ছিল। এনগিডি ঋষভ পন্থের উইকেট নেন, যিনি এই ম্যাচে ৪৫ বলে ৭৯ রানের ইনিংস খেলেন, এবং এক সময় তিনি সিএসকেকে যথেষ্টই মুশকিলে ফেলে দিয়েছিলেন। আর এই দুজনকে নিয়ে এক অদ্ভূত টুইট করেছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান তথা আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের মেন্টর বীরেন্দ্র সেহবাগ।
এই দুই ক্রিকেটারের টাইল হল লুঙ্গি আর পন্থ (ইংরেজি উচ্চারণে প্যান্ট) আর তা নিয়েই টুইট করেছেন বীরু। পন্থ এনগিডির তিন বল খেলেছিলেন যার মধ্যে একটি চারও মারেন তিনি। এনগিডির প্রথম বলটাই চার মারেন পন্থ, আর দ্বিতীয় বলে কোনও রানই করতে পারেন নি তিনি। তৃতীয় বলে এনগিডি পন্থকে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট করান। এভাবেই এই দুজনের মধ্যে প্রথম লড়াইট জিতে নেন এনগিডি। এপরই এই দুজনকে নিয়ে টুইট করে সেহবাগ। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “লুঙ্গি ১, প্যান্ট ০, কিন্তু ভাল খেলেছে প্যান্ট” অর্থাৎ প্যান্টের চেয়ে এগিয়ে রয়েছে লুঙ্গি।
Lungi 1, Pant 0.
But well played Pant !#CSKvDD— Virender Sehwag (@virendersehwag) April 30, 2018
প্রসঙ্গত ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বীরেন্দ্র সেহবাগ কমেন্টেটরের ভূমিকায় যথেষ্ট জনপ্রিয় হয়েছেন নিজের অতুলনীয় বাচন ভঙ্গীর জন্য। এছাড়াও নিজের এই অতুলনীয় কমেন্ট করার কারণেই সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয় তিনি। যে কাউকে নিয়ে মজাদার টুইট করে সোশ্যাল মিডিয়ায় সকলেরই মন কেড়ে নেন তিনি। এক্ষেত্রেও এই টুইট করার পর তা সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কমেন্টের বন্যা বয়ে যায় সেহবাগের এই টুইট জুড়ে।