আইপিএল ২০১৮: আইপিএলের এই ১১ প্লেয়ারদের নিয়ে দল বানালে তা হবে অপরাজেয়, এই দলের অধিনায়ক কে হতে পারে জেনে নিন 1

চলতি একাদশতম আইপিএল এই মুহুর্তে প্রায় মাঝপথে চলে এসেছে। প্রত্যেকটা দলই প্রায় ৭ টা কি ৮ টা করে ম্যাচ খেলে ফেলেছে। এর মধ্য বেশ কিছু ম্যাচ উত্তেজক হওয়ায়র পাশাপাশি বেশ কিছু দুরন্ত ব্যক্তিগত পারফর্মেন্সও দেখতে পাওয়া গেছে। চলতি মরশুমে যেখানে বেশ কিছু দলকে দুর্দান্ত ধারাবাহিক পারফর্মেন্স করতে দেখা গেছে সেখানে এমন কিছু দলও দেখতে পাওয়া গেছে যারা ছন্দে ফেরার জন্য সংঘর্ষ করে চলেছে। এই মরশুমে এখনও পর্যন্ত দুর্দান্ত প্রদর্শন করা প্লেয়ারদের নিয়ে একটি দল প্রস্তুত করা হল।

বেস্ট প্লেয়িং টিম

আম্বাতি রায়ডু (চেন্নাই সুপার কিংস)
আইপিএল ২০১৮: আইপিএলের এই ১১ প্লেয়ারদের নিয়ে দল বানালে তা হবে অপরাজেয়, এই দলের অধিনায়ক কে হতে পারে জেনে নিন 2
এই মরশুমে দারুণ ছন্দে রয়েছে চেন্নাই সুপার কিংসের ব্যাটম্যান আম্বাতি রায়ডু। এখনও পর্যন্ত এই মরশুমে ৭০০ রান বানিয়েছেন এই ক্রিকেটার। সেই সঙ্গে অরেঞ্জ ক্যাপও রয়েছে তার দখলে। সেই কারণেই ওপেনার হিসেবে এই দলে রাখা হয়েছে তাকে।

ক্রিস গেইল (কিংস ইলেভেন পাঞ্জাব)
আইপিএল ২০১৮: আইপিএলের এই ১১ প্লেয়ারদের নিয়ে দল বানালে তা হবে অপরাজেয়, এই দলের অধিনায়ক কে হতে পারে জেনে নিন 3
এই আইপিএল ধামাকেদার শুরুয়াত করেছেন ক্রিস গেইল। সবচেয়ে গুরুত্বপুর্ণ ব্যাপার হল গেইল ধারাবাহিকভাবে পারফর্মেন্স করছেন। যে কারণেই গেইলকে এই দল থেকে বাদ দেওয়া যাবে না। যে কোনও ম্যাচকেই একার হাতে বদলে দিতে পারেন তিনি। এই সময় দারুণ ছন্দেও রয়েছেন তিনি, এমনকী আইপিএলের এই মরশুমের প্রথম সেঞ্চুরিও করেছেন তিনি।

বিরাট কোহলি (আরসিবি)
আইপিএল ২০১৮: আইপিএলের এই ১১ প্লেয়ারদের নিয়ে দল বানালে তা হবে অপরাজেয়, এই দলের অধিনায়ক কে হতে পারে জেনে নিন 4
যদিও আরসিবি এই মরশুমে এখনও পর্যন্ত সেভাবে ভাল পারফর্ম করতে পারে নি কিন্তু তা সত্ত্বেও দুর্দান্ত ছন্দে রয়ছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। এই মুহুর্তে অরেঞ্জ ক্যাপের দৌড়ে তৃতীয় স্থানে রয়েছেন তিনি।

এমএস ধোনি (চেন্নাই সুপার কিংস) – অধিনায়ক
আইপিএল ২০১৮: আইপিএলের এই ১১ প্লেয়ারদের নিয়ে দল বানালে তা হবে অপরাজেয়, এই দলের অধিনায়ক কে হতে পারে জেনে নিন 5
আবারও নিজের দুরন্ত ব্যাটিং স্টাইলে আইপিএলে নিজের সমর্থকদের আনন্দ দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। আরসিবির বিরুদ্ধে দুটি ম্যাচেই দুরন্ত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন মাহি। এছাড়া সম্প্রতি দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ২২ বলে হাফ সেঞ্চূরি করে এই মরশুমে তিনি তার দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরিও করেছেন তিনি।

এবি ডেভিলিয়র্স (আরসিবি)
আইপিএল ২০১৮: আইপিএলের এই ১১ প্লেয়ারদের নিয়ে দল বানালে তা হবে অপরাজেয়, এই দলের অধিনায়ক কে হতে পারে জেনে নিন 6
এই মরশুমে খুব একটা খারাপ ফর্মে নেই এই দক্ষিণ আফ্রিকান বিধ্বংসী ব্যাটসম্যান। এখনও পর্যন্ত ৬টি ম্যাচে ২৮০ রান করেছেন তিনি।

ঋষভ পন্থ (দিল্লি ডেয়ারডেভিলস)
আইপিএল ২০১৮: আইপিএলের এই ১১ প্লেয়ারদের নিয়ে দল বানালে তা হবে অপরাজেয়, এই দলের অধিনায়ক কে হতে পারে জেনে নিন 7
তরুণ ক্রিকেটার ঋষভ পন্থ নিজের দুরন্ত ব্যাটিংয়ে সকলেরই মন জয় অরে নিয়েছেন এই মরশুমে। এখনও পর্যন্ত এই মরশুমে ৮টি ম্যাচ খেলে ৩০৬ রান করেছেন তিনি। দ্রুত রান বানানোর ক্ষমতা রয়েছে পন্থের।

ডোয়েন ব্র্যাভো (চেন্নাই সুপার কিংস)
আইপিএল ২০১৮: আইপিএলের এই ১১ প্লেয়ারদের নিয়ে দল বানালে তা হবে অপরাজেয়, এই দলের অধিনায়ক কে হতে পারে জেনে নিন 8
এই আইপিএল মরশুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত ব্যাট করে দলকে জিতিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। এই মুহুর্তে বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম ব্র্যাভো। ডেথ ওভারে দুরন্ত বোলিং করার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার।

ময়ঙ্ক মারকান্ডে (মুম্বাই ইন্ডিয়ান্স)
আইপিএল ২০১৮: আইপিএলের এই ১১ প্লেয়ারদের নিয়ে দল বানালে তা হবে অপরাজেয়, এই দলের অধিনায়ক কে হতে পারে জেনে নিন 9
এই মরশুমের আবিস্কার হিসেবে যদি কাউকে ধরা হয় তাহলে তিনি হবেন মুম্বাই ইন্ডিয়ান্সের লেগ স্পিনার ময়ঙ্ক মারকান্ডে। এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলে ১১টি উইকেট নিয়েছেন এই তরুণ প্রতিভাবান লেগ স্পিনার। নিজের অসাধারণ বোলিংয়ে সকলকেই প্রভাবিত করেছেন তিনি।

রশিদ খান (সানরাইজার্স হায়দ্রাবাদ)
আইপিএল ২০১৮: আইপিএলের এই ১১ প্লেয়ারদের নিয়ে দল বানালে তা হবে অপরাজেয়, এই দলের অধিনায়ক কে হতে পারে জেনে নিন 10
এই মুহুর্তে টি২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার হিসেবে পরিগণিত হন আফগানিস্থানের রহস্যময় স্পিনার রশিদ খান। এই মরশুমে দু একটি ম্যাচ বাদ দিলে বাদ বাকিগুলিতে ব্যাটসম্যানদের যথেষ্ট সমস্যায় ফেলে দিয়েছেন এই তরুণ আফগান স্পিনার। এই মরশুমে আট ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন তিনি।

সিদ্ধার্থ কৌল (সানরাইজার্স হায়দ্রাবাদ)
আইপিএল ২০১৮: আইপিএলের এই ১১ প্লেয়ারদের নিয়ে দল বানালে তা হবে অপরাজেয়, এই দলের অধিনায়ক কে হতে পারে জেনে নিন 11
এই মরশুমে জোরে বোলারদের মধ্যে এখনও পর্যন্ত দারুণ পারফর্ম করেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের জোরে বোলার সিদ্ধার্থ কৌল। এই মরশুমের পার্পল ক্যাপও রয়েছে তার দখলেই। আট ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন তিনি।

ট্রেন্ট বোল্ট (দিল্লি ডেয়ারডেভিলস)
আইপিএল ২০১৮: আইপিএলের এই ১১ প্লেয়ারদের নিয়ে দল বানালে তা হবে অপরাজেয়, এই দলের অধিনায়ক কে হতে পারে জেনে নিন 12
নিউজিল্যান্ডের জোরে বোলার ট্রেন্ট বোল্ট এই মরশুমে দিল্লির হয়ে খেলে দুর্দান্ত প্রদর্শন করেছেন। তিনিও আটটি ম্যাচে এখনও পর্যন্ত ১১টি উইকেট নিয়েছেন। সেই সঙ্গে পার্পল ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *