আইপিএলে প্রথম ডবল সেঞ্চুরিয়ান করতে পারেন রোহিত: সৌরভ গাঙ্গুলী
Mumbai: BCCI Cricket Advisory Committee (CAC) members Sourav Ganguly, VVS Laxman and BCCI acting secretary Amitabh Choudhary during a press conference regarding the Indian cricket team coach selection, in Mumbai on Monday. PTI Photo by Santosh Hirlekar (PTI7_10_2017_000170B)

Mumbai: BCCI Cricket Advisory Committee (CAC) members Sourav Ganguly, VVS Laxman and BCCI acting secretary Amitabh Choudhary during a press conference regarding the Indian cricket team coach selection, in Mumbai on Monday. PTI Photo by Santosh Hirlekar (PTI7_10_2017_000170B)

গত বুধবার ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তী ব্যাটসম্যান মুখোমুখী হলেন একে অপরের। শচীন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলী ভারতীয় ওপেনিং জুটি হিসেবে এই দুজনের ট্র্যাক রেকর্ড ঈর্ষণীয়। ভারতের হয়ে মোট ১৭৬টি ওয়ান ডে ম্যাচে ওপেনিং করে এই দুজনে মিলে ৮২২৭ রান করেন। গত বুধবার সৌরভ গাঙ্গুলীর আত্মজীবনী ‘এ সেঞ্চুরি ইজ নট এনাফ’ উদ্বোধন উপলক্ষে আবার এই দুই ক্রিকেটারকে একই মঞ্চে দেখতে পাওয়া যায়। নিজেদের কেরিয়ারের সমরনীয় কিছু মুহুর্তের স্মৃতিচারণ করে এই দুই কিংবদন্তী অনুষ্ঠানের শুরুয়াত করেন। ওই স্মৃতিচারণের যেমন ছিল লর্ডসের অভিষেক টেস্টে সৌরভের দুর্দান্ত সেঞ্চুরি তেমনি ছিল ২০০৩ বিশ্বকাপের ভারতের স্বপ্নের দৌড়।

আলোচনায় উঠে আসে বর্তমান ভারতীয় ওপেনার রোহিত শর্মারও প্রসঙ্গও। দুই কিংবদন্তীই রোহিতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এমনকী সৌরভ টি২০তেও রোহিত প্রথম ডবল সেঞ্চুরি করতে পারেন বলে তার প্রশংসা করেন। সৌরভ জানান, “ ওয়ান ডে’তে প্রথম ডবল সেঞ্চুরি করেন শচীন তেন্ডুলকর। তার কাছ থেকেই ইন্সপিরেশন নিয়ে রোহিত ওয়ান ডে’তে তিন তিনটে ডবল সেঞ্চুরি করে ফেলেছেন। সেদিন খুব বেশি দূরে নেই যখন টি২০তেও রোহিতকে আমরা প্রথম ডবল সেঞ্চুরিও করতে দেখব”। আলোচনাতে উঠে আসে তার সঙ্গে গ্রেগ চ্যাপেলের কুখ্যাত অধ্যায়ও। সৌরভ এ প্রসঙ্গে জানান কিভাবে ওই কুখ্যাত অধ্যায় তাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলেছিল।

প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ এ প্রসঙ্গে বলেন, “ ক্রিকেটসহ যে কোনও খেলাতেই সফলতা পাওয়ার একটা বড়ো শর্ত হল আপনি কি ভাবে নিজের ব্যর্থতা এবং কঠিন পরিস্থিতিকে সামলাতে পারছেন। ভারতীয় ক্রিকেটে ওই সময় যা ঘটেছিল তা যথেষ্ট দুর্ভাগ্যজনক। কিন্তু দলে নিজের জায়গা হারানোর পরেও আমি ফিরে আসার জন্য সত্যিই ভীষণ পরিশ্রম করেছিলাম। সেই সময় মানসিকভাবেও আমি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিলাম। আমার কেরিয়ারের ওই শেষ চার বছর আমি সত্যিই ভালো ব্যাট করছিলাম, এমনকী বাস্তবে শচীনও সবসময় বলত যে ব্যাটসম্যান হিসেবে ওই চার বছর আমার ক্রিকেট জীবনের সেরা সময় ছিল”। শচীন সৌরভ ছাড়াও ওই অনুষ্ঠানে হাজির ছিলেন রোহিত শর্মাও।

SHARE
সাংবাদিক, আদ্যন্ত ক্রীড়াপ্রেমী। ব্রায়ান লারা সচিনের ভক্ত। ক্রিকেটের বাইরে ব্রাজিলের সমর্থক এবং নেইমার ও মেসির অন্ধ ভক্ত।

আরও পড়ুন

ভিডিয়ো: ৫৪.১ ওভারে অধিনায়ক বিরাট কোহলি নিলেন এই সিরিজের সর্বশ্রেষ্ঠ ক্যাচ, দেখার মতো ছিল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রিঅ্যাকশন

ভিডিয়ো: ৫৪.১ ওভারে অধিনায়ক বিরাট কোহলি নিলেন এই সিরিজের সর্বশ্রেষ্ঠ ক্যাচ, দেখার মতো ছিল অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রিঅ্যাকশন
অস্ট্রেলিয়া দল পার্থ টেস্টে দুর্দান্ত শুরুয়াত করেছে। ওপেনিং ব্যাটসম্যান অ্যারণ ফিঞ্চ, আর মার্কস হ্যারিস যখন ব্যাটিং করছিলেন...

ভিডিয়ো: ৪৮.২ ওভারে হনুমা বিহারী করলেন এমন কিছু যে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে ছেয়ে গেলো নিরবতা

ভিডিয়ো: ৪৮.২ ওভারে হনুমা বিহারী করলেন এমন কিছু যে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে ছেয়ে গেলো নিরবতা
ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে চলা দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে ভারতীয় দল পেছিয়ে পড়ছিল, কিন্তু লাঞ্চের পর ভারতীয়...

ভিডিয়ো: জসপ্রীত বুমরাহের সামনে আত্মসমপর্ণ করলেন অ্যারণ ফিঞ্চ,বলের টার্ন দেখে হয়ে যাবেন অবাক

ভিডিয়ো: জসপ্রীত বুমরাহের সামনে আত্মসমপর্ণ করলেন অ্যারণ ফিঞ্চ,বলের টার্ন দেখে হয়ে যাবেন অবাক
অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে খেলা হওয়া পারথ টেস্টে অস্ট্রেলিয়া দল দুর্দান্ত শুরুয়াত করেছে।প্রথম টেস্টে ওপেনিং ব্যাটসম্যানদের ফ্লপ...

গৌতম গম্ভীর আজহারের সঙ্গে বিতর্ক নিয়ে ফের দিলেন বিতর্কিত বয়ান, এখন বিসিসিআইয়ের উপরেও বের করলেন ক্ষোভ

গৌতম গম্ভীর আজহারের সঙ্গে বিতর্ক নিয়ে ফের দিলেন বিতর্কিত বয়ান, এখন বিসিসিআইয়ের উপরেও বের করলেন ক্ষোভ
গৌতম গম্ভীর সম্প্রতিই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। যারপর তিনি নিজের কেরিয়ার সম্পর্কে কথা বলেছেন।সেই সময় তিনি নিজের...

পাকিস্থান পেল ২০২০তে এই আইসিসি টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব, ভারতীয় দল করতে পারে টুর্নামেন্ট বহিস্কার

পাকিস্থান পেল ২০২০তে এই আইসিসি টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব, ভারতীয় দল করতে পারে টুর্নামেন্ট বহিস্কার
এশিয়া ক্রিকেট দেশগুলির মধ্যে হতে চলা সবচেয়ে প্রতিষ্ঠিত টুর্নামেন্ট এশিয়া ক্রিকেট টুর্নামেন্ট এই বছর সংযুক্ত আরব আমিরাতের...