মিলে গেল প্রেমিকার ভবিষ্যতবানী, ক্রিজে বীরের ভূমিকায় স্মিথ

ওয়াটসন, ক্লার্ক, মিচেল জনসন ছাড়াই এক নব্য অস্ট্রেলিয়া, ভারতের মাটিতেই খেলবে চারটি টেস্ট ম্যাচের সিরিজ। দলনেতা স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, সন মার্শ ও মিচেল স্টার্ক ছাড়া তেমন অভিজ্ঞ খেলোয়ার নেই দলে। এদিকে, দুরন্ত ফর্মে টিম বিরাট। সদ্য দেশের মাটিতেই টেস্টে বধ করেছে ইংল্যান্ড ও বাংলাদেশকে। কাজেই এই সফরে যে চমক অপেক্ষা করছে তা অবিসম্ভাবী ছিল। […]