বনধ নয়। কোনও প্রাকৃ্তিক দুর্যোগও নেই। এমনকী রাজনৈতিক কোনও টানাপোড়েনের জন্য কার্ফুর ফতোয়াও জারি হয়নি। তাও দিনের একটা নির্দিষ্ট সময়ে রাস্তা ফাঁকা ফাঁকা। প্রায় দেশের সমস্ত শহরেই। ঘর বন্দি হয়ে ভিড় টেলিভিশন সেটের সামনে। কারণটা একটাই। চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই দেশের জনগনের ব্যস্ত জীবনের একটু শান্তি হল ক্রিকেট অথবা বলিউড। কাজেই এই দুই […]
