এবারের আইপিএলে শুরু থেকেই দারুণ সব পারফরম্যান্স দিয়ে আসছে কিংস ইলেভেন পান্জাব ।শুরুতে বেশ সম্ভাবনা তৈরী করেছিলো রাহুলরা।কিন্তু এখন কেমন যেনো লক্ষ্যহীন মনে হচ্ছে তাদের।হারের পর হার,তার ফলে লীগ টেবিলের নীচে নেমে আসছে তারা। চার ম্যাচ খেলে এক জয়।বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তারা হেরে গেছে ৪৮ রানে।ব্যাট হোক, অথবা বলে এদিন নজর কাড়তে ব্যার্থ হয়েছে […]
