প্রথম একদিনের ম্যাচের জন্য ঘোষিত হয়ে গেলো ভারতীয় একাদশ! 1
প্রথম একদিনের ম্যাচের জন্য ঘোষিত হয়ে গেলো ভারতীয় একাদশ! 2
আগামী রোববার শুরু হতে যাচ্ছে ভারত- শ্রীলংকার মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।টেস্ট সিরিজে জয়ের পর সিমিত ওভারেও ফেবারিট হিসেবে মাঠে নামবে ভারত। তবে কেমন হতে ভারতের একাদশ? এক নজরে দেখে নিন আসন্ন সিরিজের প্রথম ম্যাচে্র জন্য ভা্রতের সম্ভাব্য  একাদশ ঃ
১. শেখর ধাওয়ান :
প্রথম একদিনের ম্যাচের জন্য ঘোষিত হয়ে গেলো ভারতীয় একাদশ! 3
কিছুদিন দলের বাইরে থাকলেও খুব দারুণ ভাবেই দলে ফিরেছেন শেখর ধাওয়ান। চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণ পারফরমেন্স দেখিয়ে সবার মন জয়ে করে নিয়েছেন এই ক্রিকেটার। সদ্য শেষ হওয়া এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে থেকেই টুর্নামেন্ট শেষ করেছেন ধাওয়ান। কিছুদিন আগে ক্যারিবিয়ান সফরেও তার পারফরমেন্স ছিল প্রশংসনীয়। তাই ধাওয়ান অবশ্যই চাইবেন ব্যাট হাতে তার ফর্মের ধারাবাহিতা রক্ষা করতে।
২. রোহিত শর্মা
প্রথম একদিনের ম্যাচের জন্য ঘোষিত হয়ে গেলো ভারতীয় একাদশ! 4 : চ্যাম্পিয়নস ট্রফিতে দারুন পারফরমেন্সের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রোহিত শর্মা। উদ্দেশ্য ছিল কিছুদিন বিশ্রামে থাকা। তবে বিশ্রামে শেষে আবারো দলে ফিরছেন তিনি। শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টপ অর্ডারে দেখা যাবে তাকে। এবারই প্রথম বারের মত শ্রীলংকার মাটিতে ব্যাট হাতে ওপেনিংয়ে নামবেন রোহিত শর্মা তাই অবশ্যই চাইবেন দারুন পারফরমেন্সের মাধ্যমে সিরিজটিকে স্মরণীয় করে রাখতে।
৩. বিরাট কোহলি
প্রথম একদিনের ম্যাচের জন্য ঘোষিত হয়ে গেলো ভারতীয় একাদশ! 5
: গত ১৮ মাস ধরেই দারুন ফর্মে আছেন ভারতের এই অধিনায়ক। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি হাকিয়েছিলেন এই রান মেশিন। তাই তার ফর্মের ধারাবাহিতা বজায় রাখতে কোহলি অবশ্যই চাইবেন শ্রীলংকা সিরিজেও ব্যাট হাতে দলকে দারুন কিছু ইনিংস উপহার দিতে।
৪. কেএল রাহুল
প্রথম একদিনের ম্যাচের জন্য ঘোষিত হয়ে গেলো ভারতীয় একাদশ! 6
: সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ জানান তারা কিভাবে রাহুলের মধ্যে একজন আদর্শ মিডল অর্ডার ব্যাটসম্যানের ছায়া দেখতে পেয়েছেন। তাই আন্দাজ করা যাচ্ছে যে, রাহুলের কারনে খুব সহজে দলে জায়গা হচ্ছে না মনিশ পান্ডের। নাম্বার চার পজিশনের জন্য অনেক দিন থেকেই আদর্শ ব্যাটসম্যান খুজে আসছিলো টিম ম্যানেজমেন্ট। আর এবার রাহুলকেই এই পজিশনের জন্য কিছুদিন পরীক্ষা নিরিক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট।
৫. এম এস ধোনি
প্রথম একদিনের ম্যাচের জন্য ঘোষিত হয়ে গেলো ভারতীয় একাদশ! 7
: অনেকদিন থেকেই ব্যাট হাতে আশানুরূপ পারফরমেন্স দেখাতে পারছেন না এই উইকেট কিপার ব্যাটসম্যান। তাই এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ হবে ধোনির জন্য। তিনি যেকোনো মূল্যেই চাইবেন এই ৫ ম্যাচে দারুণ পারফরমেন্স দেখিয়ে আবার তার জাত চেনাতে।
৬. কেদার জাদব
প্রথম একদিনের ম্যাচের জন্য ঘোষিত হয়ে গেলো ভারতীয় একাদশ! 8
কেদার যাদব

: ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাট হাতে ভালোই পারফরমেন্স দেখাতে সমর্থ হয়েছিলেন কেদার জাদব। কয়েক ম্যাচেই ব্যাট হাতে দলকে জয়ের বন্দরে নিয়ে গিয়েছিলেন। তবে সব সময় ব্যাটিংয়ের তেমন একটা সুযোগ পান না বলে আক্ষেপ থাকতেই পারে তার। তাই এই সিরিজে ব্যাটিংয়ে সুযোগ আসলে অবশ্যই চাইবেন দারুন কিছু করতে।

৭. হার্ডিক পান্ডিয়া
প্রথম একদিনের ম্যাচের জন্য ঘোষিত হয়ে গেলো ভারতীয় একাদশ! 9
: এই সিরিজে হার্ডিক পান্ডিয়াকে বল হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। প্রতি ম্যাচেই ১০ ওভার বল করতে হবে তাকে কারন মাত্র দুইজন পেসার নিয়েই মাঠে নামার সম্ভাবনা কোহলি বাহিনীর।
৮. অক্সার প্যাটেল ‘
প্রথম একদিনের ম্যাচের জন্য ঘোষিত হয়ে গেলো ভারতীয় একাদশ! 10
: ভারতীয় এ দলের হয়ে দারুন পারফরমেন্স করার পর দলে জায়গা করে নিয়েছেন অক্সার প্যাটেল। শেষ বারের মত ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন গত বছরের অক্টোবরে কিউইদের বিপক্ষে হোম সিরিজে।
৯. কুলদিপ যাদব
প্রথম একদিনের ম্যাচের জন্য ঘোষিত হয়ে গেলো ভারতীয় একাদশ! 11
কূলদীপ যাদব

: ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুন পারফরমেন্স দেখিয়েছিলেন কুলদিপ যাদব। এই তুরুন বোলার বল হাতে ভারতের জন্য তুরুপের তাস হতে পারেন আসন্ন সিরিজে। ম্যাচের যেকোনো মুহুর্তে খেলা পরিবর্তন করে দিতে পারেন এই ক্রিকেটার।

১০. ভুবেনশ্বর কুমার
প্রথম একদিনের ম্যাচের জন্য ঘোষিত হয়ে গেলো ভারতীয় একাদশ! 12
: টেস্ট সিরিজ জুড়ে মাঠের বাইরে থাকলেও এবার ওয়ানডের মাধ্যমে আবা জাতীয় দলের একাদশে ফিরছনে ভুবেনশ্বর কুমার। গত কয়েক বছরে বোলিংয়ে ঈর্ষনিয় উন্নতি করা ভুবেনশ্বর কুমার অবশ্যই তার ধারাবাহিকতা বজায় রাখতে।
১১. জাসপ্রীত বুমরাহ
প্রথম একদিনের ম্যাচের জন্য ঘোষিত হয়ে গেলো ভারতীয় একাদশ! 13
: ওয়েস্ট সিরিজে বিশ্রামে থাকলেও আবারো দলে ফিরছেন জাসপ্রীত বুমরাহ। তাই দলে ফিরে অবশ্যই তিনি চাইবেম তার সেরাটা দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *