উগ্র মৌলবাদিদের নিশানায় কাইফ, ট্যুইটারে তার পাল্টা দিলেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটারটি 1

বর্তমান সময়ে ভারতবর্ষ জুড়ে ক্রমে ধর্মীয় উগ্রতা বেড়েই চলেছে। ক’দিন আগে নিজের স্ত্রীর সঙ্গে একটি ছবি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে দিয়ে ভক্তদের কাছ থেকে সমালোচিত হতে হয়েছিল বর্তমান ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য মুহাম্মদ সামিকে। তার কিছুদিন পর নিজের সন্তানের জন্মদিন পালনের আরও একটি ছবি ফেসবুকে দিয়ে সামিকে আবারও ভক্তদের রোষানলে পড়তে হয়। অনেকেই জানিয়েছিলেন, জন্মদিন পালন নাকি ইসলাম ধর্ম অনুমতি দেয় না। মধ্যিখানে ইরফান পাঠান হিজাব পরিহীতা নিজের স্ত্রীর সঙ্গে একটি ছবি দিয়েও এভাবে কট্টরপন্থীদের রক্তচক্ষুর সামনে পড়েছিলেন। এবার ছেলের সঙ্গে দাবা খেলার ছবি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে পোস্ট করে নতুন ঝামেলায় জড়িয়ে পড়লেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মুহাম্মদ কাইফ। এবার কাইফকে শুনতে হল, দাবা খেলা ইসলামে হারাম। তাই ভবিষ্যতে তিনি যেন এমন ছবি না পোস্ট করেন।

সামান্য দাবা খেলার ছবি ফেসবুকে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় হেনস্তার শিকার হতে হল কাইফকে। ছেলের সঙ্গে দাবা খেলার একটা ছবি পোস্ট করে সেই ছবিতে তিনি ক্যাপশনে লেখেন, ‘শতরঞ্জ কে খিলাড়ি’। তাতে উগ্র মৌলবাদীদের রোষের মুখে পড়তে হল কাইফকে। শুনতে হল, দাবা খেলাকে ইসলাম অনুতমি দেয় না। ওটা হারাম।  শুধু তাতে ক্ষান্ত হননি ফেসবুকে থাকা মুহাম্মদ কাইফের ফলোয়াররা। অনেকে জানিয়েছেন, ‘আপনার কাছ থেকে এমন ধর্ম বিরুদ্ধ আচরণ আশা করিনি।’ এতদিন চুপচাপ থাকলেও, এবার সোশ্যাল নেটওয়ার্ক সাইটে সেই হেনস্তার জবাব দিলেন ভারতের এই  প্রাক্তন ক্রিকেটারটি। মহম্মদ কাইফ বললেন, ‘আমার মনে হয়, খেলাটাকে সবার খেলা হিসাবেই দেখা উচিত। জাতি-ধর্ম-বর্ণের বাধার প্রাচীর ভাঙার সবচেয়ে সেরা উপায় হল খেলা। খেলা এই সব কিছুর উর্ধ্বে।’ নিজের এমন মতামতের পর কাইফ সোশ্যাল নেটওয়ার্ক সাইটে বাইকে আরও বেশি করে খেলাধুলো করার পরামর্শও দিলেন।

সম্প্রতি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে মৌলবাদীদের হেনস্তার শিকার হতে হচ্ছে নামী ব্যাক্তিত্বদের। ক্রিকেটার ইরফান পাঠান থেকে শুরু করে অভিনেত্রী সোহা আলি খান, দঙ্গল ছবি খ্যাত ফতিমা সানা শেখ সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় মৌলবাদীদের হেনস্তার মুখে পড়ছেন। তারকাদের ব্যক্তিগত জীবনে উঁকি-ঝুকি দিয়ে অনেকেই তাঁদের সমালোচনা করে যাচ্ছেন। এর আগে সূর্য নমস্কারের ছবি পোস্ট করে একইভাবে ইসলামিক মৌলবাদীদের রোষের মুখে পড়েন ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের নায়ক কাইফ। এবার নিজের ছেলের সঙ্গে দাবা খেলার ছবি পোস্ট করে বিতর্কে জড়ালেন। সমালোচকদের উদ্দেশে মিছরির ছুরি চালিয়ে টুইটারে কাইফ আরও লেখেন, ‘দাবা একটি দারুন খেলা। নিজের জ্ঞান ভাগ করে নেওয়া কোনও অপরাধ নয়। বিশেষ করে এমন একটা খেলা যা ভারতেরই আবিষ্কার এবং বহু শতাব্দী ধরে সবাই খেলে আসছে। দাবা আমাকে স্বতঃস্ফূর্ততা শিখিয়েছে। অল্পবয়স থেকেই উপস্থিত বুদ্ধি এবং নানান পন্থা অবলম্বনে সাহায্য করেছে। ময়দান এবং জীবনেও এই দাবা বহুবার প্রতিকূল পরিস্থিতি থেকে বিজয়ী হতে সাহায্য করেছে। ইসলাম ধর্মকে সম্মান জানিয়ে বলতে চাই, এই দাবার মধ্যে আমি খারাপ কিছু খুঁজে পাইনি।’

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *