বিশ্বকাপ ফাইনালে ওঠার জন্য এই বিপুল পরিমাণ আর্থিক পুরস্কার পাচ্ছেন মিতালি রাজরা 1

আইসিসি–র মহিলা ক্রিকেট বিশ্বকাপে প্রথম থেকে নজরকাড়া পারফরম্যান্স করে শেষমেশ প্রতিযোগিতার ফাইনালে উঠে এলো ভারতের মহিলা ক্রিকেট দল। দলকে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপের ফাইনালে তোলার আনন্দে ভারতীয় ক্রিকেট বোর্ড মিতালি রাজদের ৫০ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাপোর্টিং স্টাফদেরও ২৫ লক্ষ টাকা করে দেওয়ার বিষয়টিও ঘোষণা করেছে বিসিসিআই।

বিশ্বকাপ ফাইনালে ওঠার জন্য এই বিপুল পরিমাণ আর্থিক পুরস্কার পাচ্ছেন মিতালি রাজরা 2 বিশ্বকাপ ফাইনালে ওঠার জন্য এই বিপুল পরিমাণ আর্থিক পুরস্কার পাচ্ছেন মিতালি রাজরা 3

৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ৩৬ রানে উড়িয়ে দিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠে আসে টিম ইন্ডিয়া। এটাকে মাথায় রেখে সুপ্রিমকোর্ট নিযুক্ত বোর্ডের প্রশাসনিক কমিটির সভাপতি বিনোদ রাই এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি ভারতের মহিলা ক্রিকেট দলকে চলতি বিশ্বকাপে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিটা ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে নিজেদের একটা আলাদা উচ্চতায় তুলে নিয়ে গিয়েছে তারা। নিজেদের অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে গোটা দুনিয়ার কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। আমার বিশ্বাস, এই ভারতীয় দল পরবর্তী প্রজন্মকে নতুনভাবে উদ্বুদ্ধ করবে।’

বিশ্বকাপ ফাইনালে ওঠার জন্য এই বিপুল পরিমাণ আর্থিক পুরস্কার পাচ্ছেন মিতালি রাজরা 4 বিশ্বকাপ ফাইনালে ওঠার জন্য এই বিপুল পরিমাণ আর্থিক পুরস্কার পাচ্ছেন মিতালি রাজরা 5

বোর্ডের প্রশাসনিক কমিটির আরও এক কর্তা বিনোদ রাই বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড নিশ্চিতভাবে প্রশংসা করতে চায় জাতীয় মহিলা ক্রিকেট দলের পারফরম্যান্সকে। আমাদের দলে তরুণ প্রতিভা এবং অভিজ্ঞ ক্রিকেটারের দারুণ মিশেল ঘটেছে।’ অন্যদিকে, ভারতীয় মহিলা ক্রিকেটারদের বিশ্বকাপে সাফল্য দেখে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে দেশের পিছিয়ে পড়া মহিলা ক্রিকেটারদের স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করলেন দেশের নামী শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা।

বিশ্বকাপ ফাইনালে ওঠার জন্য এই বিপুল পরিমাণ আর্থিক পুরস্কার পাচ্ছেন মিতালি রাজরা 6 বিশ্বকাপ ফাইনালে ওঠার জন্য এই বিপুল পরিমাণ আর্থিক পুরস্কার পাচ্ছেন মিতালি রাজরা 7

আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের তরফ থেকে জানানো হয়, ভারতের মহিলা ক্রিকেটারদের জন্য তারা স্কলারশিপের ব্যবস্থা করবে। আবেদনের ভিত্তিতে বেছে নেওয়া পাঁচ মহিলা ক্রিকেটারকে তাঁদের ক্রিকেটের উন্নয়নের জন্য তারা পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানায়। এক প্রতিক্রিয়ায় সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘এই বছর থেকে আমাদের প্রতিনিধি গোটা দেশ ঘুরে মোট পাঁচ উঠতি প্রতিভাবান মহিলা ক্রিকেটারকে বেছে নেবে। পরবর্তী সময় তাদের হাতে পাঁচ লক্ষ টাকা করে তুলে দেওয়া হবে। বর্তমানে নজরকাড়া ক্রিকেট খেলে আমাদের ভারতের মেয়েরা প্রমাণ করেছে, তারা কতটা যোগ্য। আমার উচিত ওদের এগিয়ে যাওয়ার রাস্তা প্রশস্থ করে দেওয়া।’

এই মুহূর্তে গোটা বিশ্বের নজর ঐতিহ্যশালী লর্ডসে চলতে থাকা ভারত–ইংল্যান্ডের মধ্যে ফাইনাল ম্যাচের দিকে। দেশকে প্রথমবার মহিলা বিশ্বকাপের ট্রফি দেওয়ার লক্ষ্যে বদ্ধপরিকর মিতালি রাজরা। গ্রুপ লিগে এই ইংল্যান্ডকে ভারত ৩৫ রানে পিষে দিয়ে এগিয়ে এসেছে। পাশাপাশি প্রতিযোগিতার সেমিফাইনালে ৬ বারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়াকে ৩৬ রানে উড়িয়ে দিয়েছে ভারত। সে ম্যাচে ব্যাট হাতে ১১৫ বলে ১৭১ রানের নজরকাড়া ইনিংস খেলেছিলেন হরমনপ্রীত কৌর। রবিবারের ফাইনাল জেতার ব্যাপারে মরিয়া ভারতের মহিলা ব্রিগেড। এর আগে মাত্র একবারই বিশ্বকাপের ফাইনালে উঠেছিলেন মিতালি রাজরা। যদিও সেই ২০০৫ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতের স্বপ্ন ভেঙে খান খান করে দিয়েছিল অস্ট্রেলিয়া। এবারে অবশ্য টানা ৩২ বছর পর নতুন ইতিহাস গড়ার সন্ধিক্ষণে দাড়িয়ে মিতালি রাজের টিম ইন্ডিয়া।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *