ঘোষণা স্থগিত রাখা হল ভারতীয় ক্রিকেট দলের কোচের নাম 1

বহু প্রতীক্ষিত ভারতীয় ক্রিকেট দলের কোচের নাম ঘোষণা হওয়ার কথা ছিল আজ। তবে, বিসিসিআই-এর তরফ থেকে আজ জানানো হয় যে, ভারতীয় ক্রিকেট দলের কোচের নাম ঘোষণা হবে কিছুদিন পরে।

আজকের প্রেস কনফারেন্সে বিসিসিআইয়ের অ্য়াডভাইজরি কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলি জানান যে, তাঁদের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ। তবে ভারতীয় দলের কোচ নির্বাচনের আগে বিশেষভাবে অধিনায়ক বিরাট কোহলির মতামত জানতে ইচ্ছুক তাঁরা। তাঁরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য কোনো তাড়াহুড়ো করতে চাননা।

ঘোষণা স্থগিত রাখা হল ভারতীয় ক্রিকেট দলের কোচের নাম 2
সৌরভ গাঙ্গুলি

তবে, সৌরভ গাঙ্গুলি আরোও জানান যে, বিরাট কোহলি ব্যক্তিগতভাবে কোনো নাম সুপারিশ করেননি। তবে এই গুরুত্বপূর্ণ পদের জন্য ভারতীয় অধিনায়কের মতামতকেই বিশেষভাবে গুরুত্ব দিতে চাইছেন তাঁরা। কারণ তাঁরা এই নির্বাচন প্রক্রিয়া চালাচ্ছেন আগামী ২০১৯ ক্রিকেট বিশ্বকাপকে মাথায় রেখে।

এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই বিসিসিআই নিজেদের অফিসিয়াল সাইটে ঘোষণা করে দেয় যে, ভারতীয় ক্রিকেট দলের জন্য নতুনভাবে কোচ বাছা হবে। তারপরেই প্রকাশ্যে আসে অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ অনিল কুম্বলের মধ্যে অন্দরমহলের ঝামেলার কথা। তাঁদের মধ্যে ঝামেলা এতটাই বেড়ে গিয়েছিল যে, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার সাথে সাথেই কুম্বলে ভারতীয় দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। উল্লেখ্য, সেই সময় বিসিসিআই-এর তরফ থেকে কুম্বলেকে অনুরোধ করা হয় ঝামেলা মিটিয়ে ভারতীয় দলে নিজের কোচিং-এর মেয়াদ বাড়ানোর জন্য। তবে কুম্বলে সরাসরি নাকচ করে দেন।

এরপরই বিসিসআই থেকে তোড়জোড় শুরু হয়ে যায় ভারতীয় দলে নতুন কোচিং পদের আবেদন গ্রহণের জন্য। পরবর্তীসময়ে এই কোচিং পদের আবেদনের মেয়াদ বাড়ানো হয় বিসিসিআই-এর তরফ থেকে।

গত ৯ই জুলাই মধ্যরাতে শেষ হয় এই আবেদনপত্র গ্রহণ। ভারতীয় দলের কোচ নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিসিআইয়ের অ্য়াডভাইজরি কমিটির তিন সদস্য় তথা সৌরভ গাঙ্গুলি, শচীন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণকে।

ঘোষণা স্থগিত রাখা হল ভারতীয় ক্রিকেট দলের কোচের নাম 3
ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচনের দায়িত্ব রয়েছে এই তিনজনের ওপর (বাঁদিক থেকে সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষণ এবং সচিন তেন্ডুলকর)

কোচ নির্বাচন প্রক্রিয়া চলাকালিন, সময়ে সময়ে এক-একজন এগিয়ে থাকছিলেন। ভারতীয় দলের নতুন কোচ হওয়ার ব্যাপারে প্রথমে বীরেন্দ্র সহবাগকে এগিয়ে রাখছিলেন অনেক বিশেষজ্ঞরা। তবে, রবি শাস্ত্রীর কোচিং পদের আবেদন নিশ্চিত হওয়ার পরে সেই পাল্লা তাঁর দিকে ঝুলে পড়ে। প্রসঙ্গত উল্লেখ্য, কুম্বলে কোচ হওয়ার পূর্বে ভারতীয় দল সামলানোর দায়িত্ব ছিল রবি শাস্ত্রীর কাঁধে যিনি ভারতীয় দলের সঙ্গে ছিলেন টিম ডিরেক্টর হিসেবে। আবার বিদেশী কোচদের মধ্যে এগিয়ে ছিলেন টম মুডি।

এছাড়াও যারা এই পদের জন্য আবেদনপত্র পাঠিয়েছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রিচার্ড পাইবাস, ফিল সিমন্স, লালচাঁদ রাজপুত, ডোড্ডা গণেশ প্রমুখ।

তবে লক্ষণ জানান যে, এদিন ইন্টারভিউ নেওয়া হয়েছে পাঁচজনের। তাঁরা হলেন, লালচাঁদ রাজপুত, বীরেন্দ্র সহবাগ, রিচার্ড পাইবাস, রবি শাস্ত্রী এবং টম মুডি। এছাড়া তাঁরা জানান যে, ফিল সিমন্সের ইন্টারভিউ নেওয়া যায়নি।

ঘোষণা স্থগিত রাখা হল ভারতীয় ক্রিকেট দলের কোচের নাম 4
লালচাঁদ রাজপুত
ঘোষণা স্থগিত রাখা হল ভারতীয় ক্রিকেট দলের কোচের নাম 5
বীরেন্দ্র সহবাগ
ঘোষণা স্থগিত রাখা হল ভারতীয় ক্রিকেট দলের কোচের নাম 6
রিচার্ড পাইবাস
ঘোষণা স্থগিত রাখা হল ভারতীয় ক্রিকেট দলের কোচের নাম 7
রবি শাস্ত্রী
ঘোষণা স্থগিত রাখা হল ভারতীয় ক্রিকেট দলের কোচের নাম 8
টম মুডি
ঘোষণা স্থগিত রাখা হল ভারতীয় ক্রিকেট দলের কোচের নাম 9
ফিল সিমন্স (ইন্টারভিউ দিতে পারেননি)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *