ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বেটিং, দিল্লিতে গ্রেফতার ৩! 1

 

দিল্লি: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রবিবার মুখোমুখি হয় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। সেই ম্যাচে ভারতকে একপ্রকার উড়িয়ে দিয়েই চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। সেই ম্যাচকে কেন্দ্র করে একটি বেটিং চক্র ফাঁস করে দিল দিল্লি পুলিশ। রবিবাসরীয় ফাইনাল ঘিরে বেটিং করার অভিযোগে তিন বুকিকে গ্রেফতার করেছে তারা। উত্তর দিল্লির সিভিল লাইন এলাকার একটি গেস্ট হাউজ থেকে রবিবার বিকেলে এই তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।

India v Pakistan - ICC Champions Trophy Final : News Photo

2017 ICC Champions Trophy Cricket Final India v Pakistan Jun 18th : News Photo

পুলিশের ডেপুটি কমিশনার মধুর ভার্মা জানিয়ে দিয়েছেন যে, রাজেশ কুমার, নীতিন অরোরা ও নীতিন গ্রভর তিনজনেই হলেন দিল্লির বাসিন্দা। সেই পুলিশ অফিসার আরও জানিয়ে দেন যে, এই তিনজনকে সাহায্য করার জন্য ওভালে মাঠের মধ্যেও এদের প্রতিনিধি ছিল। তিনি বলেন,

2017 ICC Champions Trophy Cricket Final India v Pakistan Jun 18th : News Photo

‘আসল খেলা ও টিভি সম্প্রদারের মধ্যে ১০ থেকে ১৫ সেকেন্ডের তফাত রয়েছে। তাই মাঠ থেকে তারা আগেই জেনে যাচ্ছে কী হচ্ছে যা টিভিতে কিছুক্ষণ পরে দেখানো হচ্ছে। এর ফলে ওরা প্রচুর টাকা কামিয়ে নিয়েছে।India v Pakistan - ICC Champions Trophy Final : News Photo

পুলিশ জানিয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে মোট ১০টি মোবাইল ফোন, দুটি টিভি, দুটি ল্যাপটপ এবং এই বিষয়ে হিসেব-নিকেশ সংক্রান্ত খাতা পাওয়া গিয়েছে। সন্ধ্যে ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশের এই অভিযান চলে বলে জানা গিয়েছে।ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বেটিং, দিল্লিতে গ্রেফতার ৩! 2

দিল্লি পুলিশ আরও জানিয়ে দিয়েছে, জুয়াড়িরা ভারত-পাক ম্যাচ ঘিরে বিরাট অঙ্কের বাজি ধরে। প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির শ্রীলঙ্কা-ভারত ম্যাচের পরে বেটিংয়ের অপরাধে চার জন বুকিকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *