ভিডিও : বাবাকে নিয়ে গালাগালি দেওয়ায় পাক সমর্থকদের দিকে তেড়ে গেলেন শামি, কোনমতে সামলালেন ধোনি! 1

ওভাল: পাকিস্তানের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই ফাইনালে নেমেছিল ভারত। এই ইংল্যান্ড থেকেই চার বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। সেই একই দেশে, একই শহরে এসে আবারও ফাইনালে, ভারতের ১৩০ কোটিরও বেশি মানুষ অপেক্ষার প্রহর গুণতে শুরু করে দিয়েছিল, পাকিস্তান বধ করে ফের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলে নেবে ভারত।

India v Pakistan - ICC Champions Trophy Final : News Photo

গ্রুপ পর্বের ম্যাচে ভারত যেভাবে পাকিস্তানকে বিধ্বস্ত করে ছেড়েছিল, তাতে ভারতীয়দের এটা আশা করাই স্বাভাবিক। এতবড় ব্যাটিং লাইনআপ। দুর্দান্ত বোলিং। যেন কোনভাবেই ভারতের হারার কথা নয়। আর আইসিসি ইভেন্ট মানেই তো অন্য কিছু। যেখানে পাকিস্তানের হার অবধারিত।India v Pakistan - ICC Champions Trophy Final : News Photo

এমন হিসাব-নিকাশ, পরিসংখ্যান, সব কিছু ছাপিয়ে শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে দুরমুশ হতে হল ভারতকে। ৩৩৮ রানের বিশাল স্কোরের নিচে চাপা পড়ে মাত্র ১৫৮ রানে অলআউট। তাও ৫৪ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর হার্দিক পান্ডিয়ার আচমকা ঝড়ো ব্যাটিংয়ে দেড়শ’র গন্ডি পার হয় ভারত। শেষ পর্যন্ত পরাজয় মানতে হল ১৮০ রানের বিশাল ব্যবধানে।India v Pakistan - ICC Champions Trophy Final : News Photo

এমন একটা হারের পর ভারতীয় ক্রিজেটারদের মন-মেজাজ যে তলানিতে গিয়ে ঠেকবে, সেটাই স্বাভাবিক। খেলার মধ্যে হার-জিত থাকবেই। তার মধ্যেও এ দিন পাকিস্তান সমর্থকরা মাঠের মধ্যে যে আচরণটা করল, সেটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। আর মেনে নিতে না পেরেই তার প্রতিবাদ করে উঠলেন মুহাম্মদ সামি।2017 ICC Champions Trophy Cricket Final India v Pakistan Jun 18th : News Photo

ঘটনাটি ঘটে ম্যাচের পর। ভারতীয় ক্রিকেটাররা যখন একে একে ড্রেসিংরুমে ফিরছিল, তখন স্টেডিয়ামে উপস্থিত কয়েকজন পাক সমর্থক বিরাটদের ‘বাপ কৌন হে’ বলে ‘কথা শোনাতে’ শোনা যায়। এগুলি অন্যরা হজম করে নিলেও, মেনে নিতে পারেননি মুহাম্মদ সামি। বাংলার পেসারের কথাটা কানে আসতেই তিনি তেড়ে যান সেই সমর্থকের দিকে। তখন অবশ্য সেই সমর্থক বলেতে থাকেন, তিনি কিছুই বলেননি। ব্যাপারটা ওখানে মিটে গেলেও, পাকিস্তান সমর্থকরা ফের প্রমাণ করে দিলেন, তারা কতটা নিম্ন রুচির।

দেখে নিন সেই ভিডিও: 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *