নিজেকে ভাগ্যবান বলে মনে করেন যুবরাজ, কিন্তু কেন? কারণটা জানলে চোখ দিয়ে জল চলে আসবে 1

বৃহস্পতিবার এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত খেলছে বাংলাদেশের বিরুদ্ধে। আর এই ম্যাচের মাধ্যমেই একটি নতুন মাইলস্টোন ছুঁলেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার যুবরাজ সিং। প্রসঙ্গত, ১৭ বছর আগে কেনিয়ার নাইরোবিতে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দেশের হয়ে অভিষেক হয়েছিল যুবির। আর সেই টুর্নামেন্টেই কেরিয়ারের ৩০০-তম ম্যাচটি খেলছেন তিনি। এই ম্যাচ খেলতে নামার আগে বাড়তি উচ্ছ্বাসে না ভেসে যুবি জানাচ্ছেন, তিনি ক্যানসারকে হারিয়ে ফের দেশের হয়ে খেলতে পারার জন্য নিজেকে ভাগ্যবান মনে করছেন।

নিজেকে ভাগ্যবান বলে মনে করেন যুবরাজ, কিন্তু কেন? কারণটা জানলে চোখ দিয়ে জল চলে আসবে 2
তরুণ বয়সে যুবরাজ সিং

এখানে দেখুনঃ ৩০০-তম ওয়ানডের আগে যুবরাজকে কি বললেন সহবাগ, দেখলে চোখে জল আসবে…

২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন যুবরাজ। তারপরে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মরণের টানাপোড়েনে পড়ে যান এই ‘পাঞ্জাব কা পুত্তর’। মাঠের মত জীবন যুদ্ধেও হার মানতে রাজি না থাকা যুবি, ক্যানসারকে শুধু হারাননি, ফের স্বমহিমায় ফিরে এসেছেন মাঠে। আর বৃহস্পতিবার ছুঁয়ে ফেললেন নতুন মাইলফলক। এই ম্যাচের আগে যুবি বলেন, “৩০০টি ম্যাচ খেলা দারুন কৃতিত্বের ব্যাপার। যখন শুরু করেছিলাম, দেশের হয়ে একটা ম্যাচ খেলেই খুশি ছিলাম। জীবনে অনেক উত্থান-পতন দেখেছি। একটা সময় ভেবেছিলাম, আর দেশের হয়ে খেলা হবে না। আর এখন দেখুন, আমি আবার আপনাদের সামনে।”

নিজেকে ভাগ্যবান বলে মনে করেন যুবরাজ, কিন্তু কেন? কারণটা জানলে চোখ দিয়ে জল চলে আসবে 3

নিজের সম্পর্কে বলতে গিয়ে এই অলরউন্ডারটি বলেন, “হাল ছেড়ে দেওয়া আমার স্বভাবে নেই। হাল ছেড়ে দিলে তো হয়েই গেল। যদি আপনি ধৈর্য্য ধরে একমুখী থাকতে পারেন, তাহলে সাফল্য আসবেই। আমি ভাগ্যবান যে, দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছি। কোনও আক্ষেপ নেই আমার জীবনে। যতদিন পারফরম্যান্স করতে পারছি, ততদিন দেশের হয়ে খেলতে চাই। আশা করছি, আরও কয়েকবছর এই ভাবেই ভারতীয় জার্সিতে মাঠে নামতে পারব। সিনিয়র ক্রিকেটারদের থেকে শিখেছি যে, পরিশ্রম করার কোনও বিকল্প নেই।”

নিজেকে ভাগ্যবান বলে মনে করেন যুবরাজ, কিন্তু কেন? কারণটা জানলে চোখ দিয়ে জল চলে আসবে 4

স্বাভাবিকভাবেই উঠে আসে ক্যানসার প্রসঙ্গও। সেখানে তিনি বলেন, “ওই দিনগুলিতে অনেকেই আমাকে হাল না ছাড়ার কথা বলে উৎসাহিত করতেন। আর সেখান থেকে ফিরে আসার পরে, এখন যারা এই দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত, আমি তাদের বোঝানোর চেষ্টা করি যে, আমি ফিরে আসতে পেরেছি, তোমরাও পারবে। কখনোও হতাশ হবে না, হাল ছাড়বে না।”

নিজেকে ভাগ্যবান বলে মনে করেন যুবরাজ, কিন্তু কেন? কারণটা জানলে চোখ দিয়ে জল চলে আসবে 5

বাংলাদেশের বিরুদ্ধে সেমির লড়াইয়ের আগে বন্ধু যুবিকে অভিন্দন জানিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, “যুবরাজ একজন সত্যিকারের ম্যাচ-উইনার। ৩০০টি ম্যাচই প্রমান করছে ওঁর প্রতিভা। আশা করি, আরও অনেকদিন খেলবে।”

নিজেকে ভাগ্যবান বলে মনে করেন যুবরাজ, কিন্তু কেন? কারণটা জানলে চোখ দিয়ে জল চলে আসবে 6

নিজেকে ভাগ্যবান বলে মনে করেন যুবরাজ, কিন্তু কেন? কারণটা জানলে চোখ দিয়ে জল চলে আসবে 7

আরোও দেখুনঃ ভিডিও: ধোনির ভুলে বাংলাদেশ পেল ৫ রান; তা দেখে বিরাট কোহলি রেগে যা করলেন…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *