সোশ্যাল নেটওয়ার্ক সাইটে যুবিকে চরম অপমান করলেন জাহির! 1

ভারত গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে আগেই চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে তখন পাকিস্তান এবং শ্রীলঙ্কা একে অপরের বিরুদ্ধে কঠিন লড়াই চালাচ্ছে দ্বিতীয় সেমিফাইনালিস্ট হিসেবে ওপরে উঠে আসার জন্য। এমন একটা শ্বাসরুদ্ধকর ম্যাচের মধ্যে বিশ্বের বাকি ক্রিকেটপ্রেমীদের মতো ভারতের প্রাক্তন কিংবদন্তি বোলার জাহির খানও ম্যাচের হালচাল নিয়ে আলোচনা করার পাশাপাশি কারা সেমিতে উঠবে, তা নিয়ে লাগাতার ট্যুইট করে যান।

Image result for zaheer khan smiling

লঙ্কাবাহিনীকে পাকিস্তান ৩ উইকেটে হারিয়ে দেওয়া ম্যাচে জাহির ধারাবাহিকভাবে ট্যুইট করে যাচ্ছিলেন। এমন একটা পরিস্থিতিতে একদা জাতীয় দলের সতীর্থ যুবরাজ সিং টিপ্পনির সুরে একটি ট্যুইট করেন জাহিরকে লক্ষ্য করে। যুবির অসময়ে অপ্রয়োজনীয় ট্যুইটে সেভাবে সন্তষ্ট হতে পারেননি জাহির। যার জবাবে বুদ্ধিমান জাহিরও মিষ্টি মুখে সেই ট্যুইটের মাধ্যমে একটা কড়া জবাব দিয়ে মুখ বন্ধ করে দিলেন নিজের প্রিয় বন্ধু যুবরাজের।

Image result for yuvraj singh sad

একদা ভারতীয় ক্রিকেট দলের দুই সতীর্থের সোশ্যাল নেটওয়ার্ক সাইটে এমন খোলাখুলি টিপ্পনির মজা নিচ্ছিলেন তারিয়ে তারিয়ে উপভোগ করলেন সাধারণ ক্রিকেটপ্রেমীরা। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে যেতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে তখন ১৫ ওভারে ৬২ রান তুলতে হতো পাকিস্তানকে। হাতে তখন ছিল মাত্র তিন উইকেট। ঠিক তখনই ট্যুইটারে জাহির লেখেন, ‘৯০ বলে ৬২ রান তুলতে হবে পাকিস্তানকে। হাতে মাত্র তিন উইকেট বেঁচে রয়েছে। দারুণ একটি উত্তেজকপূর্ণ ম্যাচ চলছে। এখন দেখার, ম্যাচটি কিভাবে শেষ হয়।’

সোশ্যাল নেটওয়ার্ক সাইটে যুবিকে চরম অপমান করলেন জাহির! 2জাহিরকে এমন ট্যুইট করতে দেখে যুবি সঙ্গে সঙ্গে রিট্যুইট করে লেখেন, ‘কি ব্যাপার, আজকাল তো দেখছি, তুই ভালোই ট্যুইট করে যাচ্ছিস।’

Image result for yuvraj singh 2017

এর জবাবে জাহির মজার ছলে মিস্টি মুখে কড়া জবাব দিয়ে বলে ফেলেন, ‘আমি তোমার মতো ট্যুইট করছি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে। কিন্তু ম্যাচে তুমি আমার মতো ফিল্ডিং করছো কেন? হা হা হা।’

Image result for zaheer khan smiling

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের স্বার্থে ঠিকঠাক ব্যাটিং করে দিলেও, ফিল্ডিংয়ে দলকে সেভাবে ভরসা দিতে পারছেন না ভারতের এই সর্বকালের সেরা ফিল্ডারটি। শেষ তিনটি ম্যাচে তাঁর খারাপ ফিল্ডিংয়ের জন্য দলকে বেশ ভুগতে হয়েছিল। এমন একটা পরিস্থিতিতে জাহিরের কাছ থেকে এমন মন্তব্য শুনে খানিকটা হতাশ হয়ে চুপ থেকে গেলেন পঞ্জাব কা পুত্তর যুবি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *