নতুন সিদ্ধান্ত নিল বিসিসিআই, পরের বছর থেকে এই ভারতীয়দের আইপিএলে দেখা যাবে না! 1

মুম্বই: স্বার্থের সংঘাত প্রশ্নে প্রথম থেকেই যথেষ্ঠ কঠোর দেশের সুপ্রীম কোর্ট। এই সংঘাত মেটাতেই বিসিসিঅাইয়ের কাজকর্ম করতে ‘কমিটি অফ অ্যাডমিনিসট্রেটর’ (সিওএ) নিযুক্ত করে দেশের সর্বোচ্চ অাদালত। এহেন সিওএ এবার জানিয়ে দিল, জাতীয় দলের সঙ্গে যুক্ত সবার সঙ্গে দু’বছরের চুক্তি করা হবে। তাই বলা যেতেই পারে যে, জাতীয় দলের সঙ্গে থাকা কোন কোচই অার অাইপিএলের সঙ্গে যুক্ত হতে পারবেন না। এ দিন সেই রাস্তা একপ্রকার বন্ধই করে দেওয়া হল।Image result for rahul dravid coach delhi daredevilsImage result for rahul dravid coach delhi daredevils

স্বার্থের সংঘাতের প্রশ্নে রাহুল দ্রাবিড় অালোচনার মধ্যে চলে অাসেন। ভারতীয় ‘এ’ দলের কোচ হওয়া সত্ত্বেও তিনি অাইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টরের দায়িত্ব পালন করছেন। তবে বোর্ড এবার  জাতীয় কোচদের সঙ্গে দু’বছরের চুক্তি করতে চলার দরুণ, এবার প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যানটিকে যে কোন একটি দায়িত্ব বেছে নিতে হবে।  সিওএ চেয়ারম্যান বিনোদ রাই বলেন, ‘এবার সব চুক্তি দুবছরের জন্য করা হবে।’

সিওএ’র অরেক সদস্য জানিয়ে দিচ্ছেন যে লোধা কমিটির সুপারিশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বিসিসিঅাই যদি নতুন কোন চুক্তি করতে চায় তাহলে সেটা লোধা কমিটির সুপারিশ মেনেই করতে হবে। কোন সংঘাত রাখা যাবে না। লোধা কমিটি পরিস্কার জানিয়ে দিয়েছে,

‘জাতীয় স্তরের যে কোন চুক্তি অন্ততপক্ষে ১২ মাসের জন্য করতে হবে। তাই অাগের ১০ মাস জাতীয় দল ২ মাস অাইপিএলের সঙ্গে, সেটা অার চলবে না।’

Related imageImage result for anil kumble indian team coach

এর অাগে, নিজের পদত্যাগপত্রে বিস্ফোরণ ঘটান সুপ্রিম কোর্ট নিযুক্ত ক্রিকেট উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য তথা ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। সিওএ’র প্রধান বিনোদ রাইকে বিদায় বেলায় লেখা রামচন্দ্র গুহর চিঠি প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে যায় ভারতীয় ক্রিকেটে। তিনি রাহুল দ্রাবিড়ের বিষয়টি অালোর মধ্যে নিয়ে অাসেন। শুধু তাই নয়, স্বার্থের সংঘাত প্রশ্নে সুনীল গাভাসকরকে নিয়ে তিনি জানিয়ে দেন যে, সুনীল গাভাসকর নিজে একটি ম্যানেজমেন্ট গ্রুপের প্রধান, যে সংস্থাকে আবার প্রতিনিধিত্ব করেন কিছু ক্রিকেটার। বোর্ডের কমেন্ট্রি প্যানেলের প্রতিনিধিত্ব করার সময়ে সেই ক্রিকেটারদের হয়েই ধারাভাষ্য করা পরিষ্কার ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’।Image result for anil kumble indian ipl

এ দিকে, সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটি অফ অ্যাডমিনিসট্রেটরের তরফে বিনোদ রাই জানিয়ে দিয়েছেন, কুম্বলেই ক্যারিবিয়ান সফরে ভারতের কোচ থাকছেন। নয়াদিল্লিতে সিওএ’র সভা শেষে বিনোদ বলেন,

‘সিএসসি’র কোচ নির্বাচন পদ্ধতিতে আস্থা আছে আমাদের। এখন এ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কিন্তু একটু দেরি হচ্ছে। কুম্বলে রাজি থাকলে ওয়েস্ট ইন্ডিজ সফরে কোচ থাকতে পারবেন।’

Image result for anil kumble indian dhoni

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *