এ কিসের সঙ্গে মানিয়ে নিতে বলা হল ভারত অধিনায়ক বিরাট কোহলিকে! 1

মুম্বই: অনিল কুম্বলের পর ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব কে নিতে চলেছেন? চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই এই নিয়ে শুরু হয় বিস্তর জলঘোলা৷ তবে আপাতত সেই ইস্যুকে চাপা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটির সদস্যরা৷ সূত্রের খবর, কোচ বাছাইয়ের জন্য বোর্ডের থেকে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছে শচীন-সৌরভ-লক্ষ্মণদের নিয়ে তৈরি উপদেষ্টা কমিটি৷ আর তাই ভারতীয় দলের ক্যারিবিয়ান সফর পর্যন্ত দায়িত্বে থাকবেন অনিল কুম্বলেই৷ সেই সঙ্গে অধিনায়ক বিরাটকে এই গোটা পরিস্থিতির সঙ্গে ‘মানিয়ে’ নিতে বলা হয়েছে।

CRICKET-CT-2017-IND-SRI : News PhotoCRICKET-CT-2017-IND-SRI : News Photo

India v Sri Lanka - Cricket : News Photo

কোচ কুম্বলের সঙ্গে বোর্ডের যা চুক্তি, তাতে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই তা শেষ হচ্ছে৷ কিন্তু তাঁর জমানায় দলের পারফরম্যান্স একেবারেই অসন্তোষজনক নয়৷ তবে এসবের মধ্যে ভারত-পাক লড়াইয়ের আগে ক্যাপ্টেন কোহলির সঙ্গে কোচের বিবাদও প্রকাশ্যে চলে এসেছিল৷ তারপরই নতুন কোচের জন্য জমা পড়ে বেশ কিছু আবেদন৷ যাঁদের মধ্যে ছিলেন বীরেন্দ্র শহবাগও৷ পাশাপাশি খানিকটা অপ্রত্যাশিতভাবে সবাইকে অবাক করে, কোচের জন্য ফের আবেদন করেছিলেন কুম্বলেও৷

India v Sri Lanka - ICC Champions Trophy : News PhotoIndia v Sri Lanka - ICC Champions Trophy : News PhotoIndia v Sri Lanka - ICC Champions Trophy : News Photo

ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত টিম ইন্ডিয়ায় কোনও নতুন কোচের আগমন ঘটছে না৷ চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাভাষ্যের কাজে লন্ডনে সৌরভ৷ রয়েছেন শচীন ও লক্ষ্মণও৷ কুম্বলেকে কোচের পদ থেকে ছেঁটে ফেলার কোনও কারণ খুঁজে পাননি তাঁরা৷ আর তাই কুম্বলেকেই কোচ হিসাবে রাখার পক্ষে সওয়াল করেন তাঁরা৷ নিজেদের সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়ে আরও খানিকটা সময় চেয়ে নিয়েছেন শচীন-সৌরভরা৷ কুম্বলের পাশাপাশি নাকি এই নিয়ে কোহলির সঙ্গেও আলাদা করে কথা হয় উপদেষ্টা কমিটির সদস্যদের৷

বোর্ডের এক সুত্র এই বিষয়ে বলেন, ‘ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটি কুম্বলকে বেশ কিছুটা সময় দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই যাতে সরে যেতে না হয়, সেই ব্যবস্থাই করেছে উপদেষ্টা কমিটি। ক্যারিবিয়ান সফরে কুম্বলে দলের সঙ্গে যাচ্ছেন। সফরটা ছোট, তাই কোন সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। সত্যি বলতে বিরাটকে কিছুদিন মানিয়ে নিয়ে চলতে বলা হয়েছে।’

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ড সভাপতি সিকে খান্না বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন বর্তমান কোচকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। তারপর সামনে ক্যারিবিয়ান সফর রয়েছে। অাইপিএল চেয়ারম্যান রাজিব শুক্ল সহ সবাই সময় নিয়ে নতুন কোচ বাছার সিদ্ধান্ত সম্মতি জানিয়েছে। কুম্বলেকে নিয়ে কোন সিদ্ধান্ত নিতে তাই সময় নিতে বলা হয়েছে।’

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *