কোহলিদের নতুন কোচ হওয়ার দৌড়ে কারা কারা রয়েছেন? একবার দেখে নিন 1

এই মুহূর্তে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজরকাড়া পারফরম্যান্স করে দূর্দান্ত গতিতে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া। এই প্রতিযোগিতার পর কোহলি, ধোনিরা দেশে ফিরলে ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য বেশ কয়েক’টি বড় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ঝাঁপিয়ে পড়বে। সেই বড় কয়েক’টি সিদ্ধান্তের মধ্যে একটি হল টিম ইন্ডিয়ার নতুন কোচ নির্বাচনের বিষয়টি। এই মুহূর্তে ভারতীয় দলের কোচের ভূমিকায় রয়েছেন অনিল কুম্বলে। তাঁর সঙ্গে বোর্ডের এক বছরের চুক্তির মেয়াধ শেষ হচ্ছে জুনের ৩০ তারিখে। এই মুহূর্তে বোর্ডের মাথায় সবচেয়ে বড় চিন্তা, কুম্বলের মেয়াধ শেষে তারা কাকে কোহলিদের নতুন কোচ হিসেবে নিয়োগ করবেন, যাতে সাপও মরে লাঠি না ভাঙে।

বিগত সপ্তাহে ভারতীয় ক্রিকেট আঙিনায় সব চাইতে আলোচিত বিষয়টি ছিল টিম ইন্ডিয়ার কোচ অনিল কুম্বলে এবং অধিনায়ক বিরাট কোহলির মধ্যে বিবাদ। এর ফলে বোর্ডের সঙ্গে কোচ হিসেবে কুম্বলের পরবর্তী চুক্তির সম্ভাবনা শেষ হওয়ার পাশাপাশি পরিস্কার হয়ে যায় নতুন কোচ নিয়োগের বিষয়টিও। ২০১৬ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণ সমৃদ্ধ বোর্ডের উপদেষ্টা কমিটির কাঁধে ফের চলে আসবে টিম ইন্ডিয়ার নতুন কোচ বাছার গুরু দায়িত্বটি। বোর্ডের নিয়ম অনুযায়ী নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে এ পর্যন্ত ওই পদের জন্য আবেদন করা প্রার্থীদের পাশাপাশি বর্তমান কোচও সমানভাবে উপদেষ্টা কমিটির সামনে নিজেকে তুলে ধরার সুযোগ পাবেন। এবার দেখে নেওয়া যাক, কুম্বলে সহ পাঁচটি কোচ যাঁরা আগামীদিনে কোহলি, ধোনিদের কোচিং করানোর জন্য বোর্ডের কাছে আবেদনপত্র পাঠিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *