বদলে গেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নাম, দেখে নিন নতুন নাম... 1

বিশেষ প্রতিবেদন: ক্রিকেটের প্রসঙ্গ উঠলেই অবধারিত ভাবে চলে আসবে ওয়েস্ট ইন্ডিজের নাম। তবে এবার থেকে আর ওয়েস্ট ইন্ডিজ নয়, জাতীয় ক্রিকেট দলের নাম পরিবর্তিত হয়ে তা হয়ে যাচ্ছে ‘উইন্ডিজ’। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে এই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাবে না টিম!

শুধুমাত্র জাতীয় দলের নামই নয়, বদলে যাচ্ছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটও।সাইটের নতুন নামকরণ করা হয়েছে, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ'(সিডব্লুআই)।

বোর্ডের নবনিযুক্ত চিফ এক্সিকিউটিভ অফিসার জনি গ্রেভ বলেন, “জাতি-ধর্ম নির্বিশেষে ক্যারিবিয়ান ক্রিকেটে তৃণমূল স্তর থেকে উন্নতির জন্য আমরা সম্ভাব্য সবরকমের পদক্ষেপ গ্রহন করছি। বিভিন্ন অ্যাকাডেমিতে আমরা তরুণ প্রতিভাদের উন্নতির দিকে নজর দিচ্ছি।” 

পাশাপাশি গ্রেভ আরও জানিয়ে দিয়েছেন, বোর্ডের সঙ্গে যারা অংশীদার হিসাবে রয়েছে, তাদের সঙ্গেও ক্রিকেটের উন্নতির ব্যাপারে সদর্থক আলোচনা করা হবে।

তিনি বলেন, “বোর্ডের অংশীদারদের সঙ্গে আমরা আরও বেশী করে আলোচনায় অংশ নেব।আগামী ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে ক্যারিবিয়ান ক্রিকেটে উন্নতির জন্য আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। সেগুলি কিভাবে বাস্তবায়িত করা যায়, তা নিয়ে তাদের মতামত গ্রহন করব আমরা।”

বোর্ডের যে নতুন ওয়েবসাইট হচ্ছে তাতে বেশি করে থাকবে ক্রিকেটের ‘লাইভ স্কোর’, ক্রিকেটারদের বিস্তারিত তথ্য, টিমের সর্বশেষ সংবাদ ইত্যাদি। এই প্রসঙ্গে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট ডেভ ক্যমেরন জানিয়েছেন, আমাদের বিভিন্ন স্পনসর ও অংশীদারদের সঙ্গে কাজের সুবিধার জন্য নতুন ওয়েবসাইটটি খুব কার্যকরি হবে। এই ব্যাপরে বোর্ডের ম্যানেজমেন্ট সদস্য এবং খেলোয়াড় সবাই তাদের সদর্থক মতামত দিয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে আর্থিক বিষয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের মনোমালিন্য চরম পর্যায়ে পৌঁছেছে। নাম পরিবর্তনের জোয়ারে গ্রেভরা সেই বিষয়ে কি করেন, সেটাও এখন দেখার।

কুম্বলে, কোহলির দ্বন্দ্বের ভুয়ো খবরে হতাশ ক্রিকেটাররা, প্রতিক্রিয়ায় কি জানালেন তাঁরা? দেখে নিন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *